আমরা লাইভে English বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩

বিজেপি নেত্রীর কুমন্তব্যের নিন্দা তালিবান মুখপাত্রের

668855_179

হজরত মোহাম্মদ সা:-কে নিয়ে অসম্মানজনক কথা বলায় রণক্ষেত্র হয়ে উঠেছিল কানপুর। সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের দেশ থেকেও ধেয়ে আসে নিন্দার ঝড়। এবার এ নিয়ে নিন্দা জানিয়েছেন তালিবানদের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ।

নূপুর শর্মার মন্তব্যের কড়া নিন্দা করে তালিবানদের মুখপাত্র বলেছেন, ‘আমরা ভারত সরকারের আর্জি জানাচ্ছি এ ধরনের ধর্মান্ধদের পবিত্র ইসলাম ধর্মকে অপমান এবং মুসলিমদের উসকানি দেয়া থেকে আটকানো হোক।’

মুজাহিদ আরো বলেন, ভারতে শাসকদলের এক নেতা নবি মোহাম্মদ সা:-কে নিয়ে অপমানজনক মন্তব্যের তীব্র নিন্দা করছে ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান। এ পর্যন্ত নূপুর শর্মা ও আরো এক বিজেপি মুখপাত্রের মন্তব্যের নিন্দা করে ১৪টি দেশ।

এর মধ্যে রয়েছে ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরশাহি, জর্ডন, আফগানিস্তান, পাকিস্তান, বাহরিন, মলদ্বীপ, লিবিয়া, ও ইন্দোনেশিয়া।

পাকিস্তানের সদ্য নিযুক্ত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ’আমাদের ভালোবাসার নবিকে নিয়ে ভারতের বিজেপি নেতার মন্তব্যের তীব্র ভাষায় নিন্দা করছি। বার বার বলছি, ধর্মাচরণের স্বাধীনতাকে পদদলিত করছেন মোদি, মুসলিমদের নিপীড়ন করছেন। বিশ্বের উচিত ব্যাপারটা খেয়াল করা ও ভারতকে তিরস্কার করা। পবিত্র নবির প্রতি আমাদের ভালোবাসা সর্বোচ্চ। তাঁর প্রতি ভালবাসা ও শ্রদ্ধায় প্রত্যেক মুসলিম নিজের জীবন দিতে পারে।’