আমরা লাইভে English বুধবার, জুন ০৭, ২০২৩

তালেবান বন্দিরা মুক্ত, দোহায় প্রতিনিধি পাঠাচ্ছে আফগান সরকার: আব্দুল্লাহর মুখপাত্র

DIGEST-ENG-03-09-2020-Afg

বুধবার রাতের মধ্যে আফগান সরকার সব তালেবান বন্দিকে মুক্তি দেয়ার কথা জানিয়েছিলো। আর সব ঠিক থাকলে বুধবার রাতে অথবা বৃহস্পতিবার আন্ত:আফগান আলোচক দলের দোহার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা। হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আব্দুল্লাহর মুখপাত্র ফারিদুন খাওয়াজুন এ কথা জানান।

ফ্রান্স ও অস্ট্রেলিয়ার আপত্তি আছে এমন কয়েকজন ছাড়া বাকি সব তালেবান বন্দিকে মুক্তিদানের কথা আফগান সরকারের একটি সূত্র জানায়। 

নতুন বন্দি মুক্তির বিনিময়ে তালেবানরা মঙ্গলবার রাতে চারজন আফগান সেনা কমান্ডারকে মুক্তি দেয়।

সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বন্দি মুক্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার জন্য প্রশংসা করেছেন।

তিনি বলেছেন, এই বন্দি মুক্তি প্রক্রিয়া উভয় পক্ষের শান্তি আলোচনায় ইতিবাচক প্রভাব পড়বে।

জানা গেছে, তালেবান ও সরকারের মধ্যকার শান্তি-সমঝোতার অংশ হিসেবে গুরুতর অপরাধে জড়িত ৪০০ তালেবান যোদ্ধাকে মুক্তির ব্যাপারে অনুমোদন দেয় লয়া জিরগা। তারপর ওই ফরমানে প্রেসিডেন্ট আশরাফ ঘানিরও অনুমতি মেলার পর তালেবানদের মুক্তি দিতে শুরু করে আফগান সরকার।

এই মুক্তির মাধ্যমে দীর্ঘ ১৯ বছরের আফগান সরকার ও তালেবানদের মধ্যকার শান্তি আলোচনার পথ প্রশস্ত হচ্ছে।

২০০১ সালে মার্কিন আগ্রাসনের মাধ্যমে ক্ষমতাসীন তালেবানকে আফগানিস্তানের ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হয়। এরপর এই গোষ্ঠীটি ক্রমে শক্তি সঞ্চয় করে বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ করে।