হাই পিস কাউন্সিলের সদস্যপদ প্রত্যাখ্যান করলেন সাবেক আফগান প্রেসিডেন্ট কারজাই

আফগান সরকারের প্রকাশিত জাতীয় পুনর্মিলন বিষয়ক হাই কাউন্সিলের সদস্যদের তালিকা প্রত্যাখ্যান করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই।
হাউ কাউন্সিলের জন্য ৪৮ সদস্যের তালিকা ঘোষণা করেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। আন্ত:আফগান আলোচনা শুরুর পথে এটা এক ধাপ অগ্রগতি।
তালিকায় কারজাইয়ের নামও রয়েছে। তবে তিনি এই সদস্যপদ প্রত্যাখ্যান করেছেন এবং মনে হচ্ছে তিনি তালিকায় থাকা এড়িয়ে চলবেন।
সাবেক প্রেসিডেন্ট রোববার এক বিবৃতিতে বলেন, আমি সরকারি কোন কাঠামোর অংশ হবো না।
বিবৃতিতে আরো বলা হয়, তিনি দেশের একজন নাগরিক হিসেবে শান্তি প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করে যাবেন।
এ ডিক্রিতে ধর্মীয় বুদ্ধিজীবী, এমপি, বেসরকারি খাত, মিডিয়া ও প্রাদেশিক কাউন্সিলগুলোর প্রতি এক সপ্তাহের মধ্যে শান্তি পরিসদের সদস্য বাছাই করার আহ্বান জানান ঘানি।