আমরা লাইভে English শনিবার, এপ্রিল ০১, ২০২৩

আফগানিস্তানে মার্কিনিদের টার্গেট করতে তালেবানকে অর্থ দেয়ার কথা ইরানের অস্বীকার

DIGEST-ENG-20-08-2020-Afg

আফগানিস্তানে মার্কিন ও মিত্র বাহিনীর সেনাদের টার্গেট করতে তালেবান যোদ্ধাদের অর্থ দেয়ার কথা ইরান অস্বীকার করেছে।

মঙ্গলবার ইরানি মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ এই দাবিকে ‘পুরোপুরি মিথ্যা’ অভিহিত করে বলেন, প্রপাগান্ডা চালিয়ে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তাদের ভুল হিসাব-নিকাশ লুকাতে চাচ্ছে।

সোমবার মার্কিন মিডিয়ার খবরে বলা হয়, আফগানিস্তানে আমেরিকান ও কোয়ালিশন সেনাদের হত্যা করার জন্য ইরান তালেবান যোদ্ধাদের অর্থ দিয়েছে কিনা তা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো খতিয়ে দেখছে।

প্রতিবেশী আফগানিস্তান ও ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতিকে হুমকি বলে মনে করে ইরান এবং বিদেশী বাহিনীকে চলে যেতে প্রায়ই তারা আহ্বান জানিয়ে থাকে।