আমরা লাইভে English শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

আফগানিস্তানে ত্রাণসহায়তা পাঠাল সৌদি আরব

prothomalo-bangla_2021-12_62d01ecf-f3eb-4b86-a2eb-e8843ceb5512_afghanistan

আফগানিস্তানে পশ্চিমা-সমর্থিত, দুর্নীতিবাজ প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারকে হটিয়ে তালেবান ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো যুদ্ধবিধ্বস্ত, দুর্দশাগ্রস্ত দেশটিতে ত্রাণসহায়তা পাঠিয়েছে সৌদি আরব। খবর এএফপির

সৌদির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিং সালমান হিউম্যানেটিরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের পক্ষ থেকে বৃহস্পতিবার দুটি বিমানে করে এ সহায়তা পাঠানো হয়। ৬৫ টনের বেশি এ সহায়তার মধ্যে ১ হাজার ৬৪৭ প্যাকেট খাবারও রয়েছে।

সৌদি প্রেস এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে ওই সেন্টারের তত্ত্বাবধায়ক জেনারেল আবদুল্লাহ আল-রাবিয়া বলেছেন, মানবিক সহায়তার অংশ হিসেবে ৬টি বিমানে করে ১৯৭ টনের বেশি খাদ্যসহায়তা আফগানিস্তানে পাঠানো হবে। এ ছাড়া দেশটিতে আরও ২০০ ট্রাক ত্রাণ পার্শ্ববর্তী পাকিস্তান থেকে স্থলপথে পাঠানো হতে পারে।

গত বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে উপসাগরীয় দেশগুলোর এক সম্মেলনে আফগানিস্তানের বর্তমান মানবাধিকার পরিস্থিতি উঠে আসে। এ জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়িয়ে দেশটির জনগণের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে অবদান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতিসংঘের তথ্যমতে, আফগানিস্তানের ৩ কোটি ৮০ লাখ জনসংখ্যার মধ্যে অর্ধেক মানুষ ‘তীব্র’ খাদ্যসংকটে ভুগছে। শীতের কারণে দেশটির লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে পড়তে পারে বলেও সতর্ক করেছে জাতিসংঘ।