আমরা লাইভে English বুধবার, জুন ০৭, ২০২৩

কারাগারের রোজনামচা: নির্বাচিত বইয়ের নতুন পাঠ

সাউথ এশিয়ান মনিটর-এর সাপ্তাহিক বই পড়ার অনুষ্ঠানে স্বাগত। আজ ১৫ আগস্ট সাউথ এশিয়ান মনিটরের নির্বাচনে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেল জীবন ভিত্তিক বই ‘কারাগারের রোজনামচা’।

২০১৭ সালের মার্চে বইটি প্রকাশ করে বাংলা একাডেমি। বইটিতে মোট পৃষ্টা সংখ্যা ৩৩২ এবং মূল্য রাখা হয়েছে চার শত টাকা।

বইটিতে মূখবন্ধ লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ কন্যা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।