আমরা লাইভে English শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

ঢাকায় রাষ্ট্রপতির উপস্থিতি ভারতীয়দের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ: মোদি

tds_24

বাংলাদেশের বিজয়ের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উপস্থিতি প্রতিটি ভারতীয়র জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার এক টুইটে তিনি এ মন্তব্য করেন।

টুইটে তিনি মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং ভারতের সামরিক বাহিনীর মহান বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করেল এবং বলেন, 'একসঙ্গে আমরা অত্যাচারী শক্তির বিরুদ্ধে লড়াই করেছি এবং পরাজিত করেছি। ঢাকায় রাষ্ট্রপতির উপস্থিতি প্রতিটি ভারতীয়র জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।'

নরেন্দ্র মোদি আজ দিল্লিতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারও বাংলাদেশের ত্যাগের কথা স্মরণ করে টুইট করেছেন।

টুইটে তিনি বলেন, 'বিজয় দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতা এমনি এমনি পাওয়া যায় না। এটা অবশ্যই উদযাপন করা উচিত। শুভ বিজয় দিবস!'

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনও বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বাংলাদেশের স্বাধীনতার সমর্থনে যুক্তরাজ্যে ব্রিটিশ ও বাংলাদেশিদের তহবিল সংগ্রহের ঘটনা এবং পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বাংলাদেশে ফেরার পথে যুক্তরাজ্যে বঙ্গবন্ধুর প্রথম ভাষণের কথা স্মরণ করেন।