আমরা লাইভে English সোমবার, মার্চ ২৭, ২০২৩

পাকিস্তান থেকে ভারতে জাল রুপি পাচারের ট্রানজিট বাংলাদেশ?

transit-point_0

গত কয়েক বছর ধরে একটি বহুজাতিক মুদ্রা জালিয়াতি চক্র পাকিস্তান থেকে শ্রীলংকা ও বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ভারতে নকল রুপি পাচার করছে।

এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, এই জালিয়াতির সব কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয় লাহোর থেকে।

'কাটআউট সিস্টেম' নামের একটি প্রক্রিয়া ব্যবহার করে চক্রটি পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ভারতে জাল টাকার এই বাণিজ্য পরিচালনা করতো।

এই 'কাটআউট সিস্টেম' কীভাবে কাজ করে? কত দিন ধরে, কীভাবে জালিয়াতি চক্রের ট্রানজিটে পরিণত হল বাংলাদেশ?

জালিয়াতি চক্রের পাকিস্তান থেকে ভারতে নকল রুপি পাচার বিষয়ে স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে আজকের আলোচনায় ফারহানা আহমেদে সঙ্গে আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক জামিল খান।