আমরা লাইভে English শনিবার, এপ্রিল ০১, ২০২৩

৩০ হাজার ভুটানিজ বেকার, সংখ্যা বাড়ছে

DIGEST-ENG-25-02-2020-Bhutan

ভুটানে এই মুহূর্তে প্রায় ৩০ হাজার মানুষ কাজের সন্ধানে ঘুরছে। এদের মধ্যে রয়েছে বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠান অথবা মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত এবং বিদেশফেরত লোকজন। মহামারী শুরু হওয়ার আগে প্রায় ৮ হাজার মানুষ কাজের সন্ধানে ছিলো।

গত মার্চে করোনা মহামারী শুরু হওয়ার পর ভুটানে ১৩ হাজারের বেশি মানুষ কর্ম হারায়। আরো ৮ হাজারের মতো বিদেশ থেকে ফিরে আসে। আরো ৩ হাজার দেশে ফেরার অপেক্ষায়। শুধু জুলাই মাসেই ৬০০ ভুটানি চাকরি হারিয়েছে।

ফলে ভুটানের সার্বিক বেকারত্বের হার দাঁড়িয়েছে ২.৭ শতাংশ। তরুণদের মধ্যে বেকারত্ব ১১.৯ শতাংশ।

গত সপ্তাহে নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এই প্রবণতাকে উদ্বেগজনক হিসেবে বর্ণনা করেন। এটা সামাজিক সঙ্কট সৃষ্টি করতে পারে বলে সতর্ক করে দেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, বেকারদের কর্মসংস্থান করতে হবে। কর্ম খোঁজা মানুষের সংখ্যা যেখানে ৩ শতাংশ বেড়েছে সেখানে কর্ম সংস্থানের সুযোগ ৩ শতাংশ কমেছে।

তিনি আরো উল্লেখ করেন যে এই প্রবণতা অব্যাহত থাকলে এবং এটা ঠেকানো না গেলে কর্মক্ষেত্র সংকুচিত হবে ১০ শতাংশ। এর মানে হলো ১০ শতাংশ কর্ম কমে যাবে।