আমরা লাইভে English শনিবার, এপ্রিল ০১, ২০২৩

গ্রাম এলাকায় লকডাউনের বিধি শিথিল করেছে ভুটান

DIGEST-ENG-24-08-2020-Bhutan

ভুটান সরকার শনিবার থেকে সারা দেশে গ্রাম এলাকায় লোকজনের চলাচলের উপর কড়াকড়ি শিথিল করেছে। তারা এককভাবে গ্রামের মধ্যে চলাফেরা করতে পারবে।

প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয় পরিস্থিতি সতর্কতার সঙ্গে বিবেচনা করার পর এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সুপারিশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. তানদি দর্জি জাতির উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে বলেন গ্রামবাসী তাদের গ্রামের মধ্যে চলাফেরা করতে পারবে, তারা কৃষি জমিতে ও গবাধিপশু চড়াতে যেতে পারবেন।

কিন্তু গ্রামবাসী তাদের এলাকার বাইরে বা অন্য এলাকায় যেতে পারবেন না।

যারা দোকানে যাবেন তাদেরকে পুরোপুরি সুরক্ষা ব্যবস্থা মেনে চলতে হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।

গ্রামের মধ্যে দোকানপাট খোলা থাকবে তবে ক্রেতাদের কোভিড-১৯ বিধি মেনে চলতে হবে।

ভাইরাসের সংক্রমণ ঘটছে কিনা তার উপর কড়া নজর রাখবে স্থানীয় সরকারের কর্মকর্তারা।