ভুটানের সাথে সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে চীনের ‘প্যাকেজ সমাধান’ প্রস্তাব

চীন মঙ্গলবার ভুটানের সেকতেং ওয়াইল্ডলাইফ স্যাঙচুয়ারির ওপর নিজের সাম্প্রতিক দাবি সমর্থন করে বলেছে যে দুই দেশের মধ্যকার সীমান্ত এখনো চিহ্নিত হয়নি। দেশটি সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য একটি ‘প্যাকেজ সমাধান’ প্রস্তাব করেছে।
চীন সম্প্রতি বিস্ময় সৃষ্টি করে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটির (জিইএফ) কাউন্সিলে সেকতেং ওয়াইল্ডলাইফ স্যাঙচুয়ারির ওপর তার দাবির কথা ঘোষণা করে ওই প্রকল্পে তহবিল প্রদানের বিরোধিতা করে।
ভুটানের ওই অভয়ারন্যের ওপর চীনের দাবির ব্যাপারে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মিডিয়া ব্রিফিংয়ে বলেন, এখনো দুই দেশের মধ্যকার সীমান্ত চিহ্নিত হয়নি।
তিনি বলেন, চীনের অবস্থান সামঞ্জস্যপূর্ণ ও পরিষ্কার। চীন ও ভুটানের মধ্যকার সীমান্ত বিরোধ নিষ্পত্তি হয়নি।
আরও পড়ুনঃ দোকলামে কৌশলগত নজর রেখেই ভুটানের ভূমিতে চীনের দাবি
তিনি বলেন, এ কারণে চীন বিরোধ সমাধানে একটি প্যাকেজ সমাধানের প্রস্তাব করেছে।
তিনি বলেন, এসব বিরোধ বহুজাতিক ফোরামে উপস্থাপন করার বিরোধী চীন। তারা সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে তাদের বক্তব্য জানাচ্ছে।
চীন ও ভুটানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই। তবে দুই দেশের কর্মকর্তারা সফর বিনিময় করেন। আর সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য তারা ২৪ রাউন্ড বৈঠক করেছেন।
গালওয়ান উপত্যকায় লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের ভারতের সঙ্গে বিরোধের মধ্যে চীন ভুটানের সঙ্গে ভূখণ্ড নিয়ে বিরোধের দাবি সামনে আনে।