আমরা লাইভে English মঙ্গলবার, মে ৩০, ২০২৩

একমাত্র বাংলাদেশ কোনোদিন ঋণ পরিশোধে ডিফল্টার হয়নি: প্রধানমন্ত্রী

pm_on_sri_lanka

শ্রীলঙ্কার অর্থনৈতিক সঙ্কটের বিষয়ে বাংলাদেশ অত্যন্ত সতর্ক রয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, বাংলাদেশ একমাত্র দেশ, যে দেশ কোনদিন ঋণ পরিশোধে ডিফল্টার হয়নি, হবেও না। সেদিক থেকে আমাদের অর্থনীতির ভিত্তি অনেক মজবুত। সেটা আমি বলে রাখতে চাই। আমরা অত্যন্ত সতর্ক।

বুধবার একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা শেখ হাসিনা এ কথা বলেন।

বিদেশি ঋণ নিয়ে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে বলে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের আশঙ্কার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতির ভিত্তি অনেক মজবুত।

সরকার প্রধান বলেন, বিরোধী দলীয় নেতা আশঙ্কা প্রকাশ করেছেন শ্রীলঙ্কার বিষয়টি নিয়ে, এটা বাস্তব। তবে আমরা সরকার গঠন করার পর থেকে এ পর্যন্ত উন্নয়নের ক্ষেত্রে যত ঋণ নিয়েছি তা সময়মত পরিশোধ করছি।