তাজমহলের ‘২২টি বন্ধ ঘর’ খোলার আবেদন বিজেপির

ভারতের বিশ্ববিখ্যাত স্থাপত্য নির্দশন তাজমহলে তালাবন্ধ থাকা ‘২২টি ঘর’ খোলার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। সেইসাথে এই সৌধে কোনো মন্দির ছিল কি না, তা খতিয়ে দেখার জন্য সত্যানুসন্ধান দল গড়ারও আর্জি জানিয়েছে তারা।
শনিবার ইলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চের রেজিস্ট্রিতে এই আবেদন দাখিল করেন বিজেপির অযোধ্যা শাখার মিডিয়া ইনচার্জ রজনীশ সিংহ। রোববার সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে রজনীশ বলেন, ‘আদালতের কাছে আবেদনে তাজমহলের ২২টি বন্ধ ঘর খোলার আর্জি জানিয়েছি। সত্য যা-ই হোক, তা প্রকাশ্যে আসা উচিত।’
উল্লেখ্য, তাজমহল আসলে ‘তেজো মহালয়’ নামে একটি শিব মন্দির বলে দাবি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর। আবেদনে বলে হয়েছে, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)-এর অধীনস্থ এই সৌধের ইতিহাস জানতে একটি সত্যানুসন্ধান দল রিপোর্ট পেশ করুক।