আমরা লাইভে English মঙ্গলবার, জুন ০৬, ২০২৩

আফগানিস্তান ইস্যুতে আলোচনায় চীনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

6242a6b69ac75-1-effe8ef5316887709c8bcc597aabc13d

চীনের উদ্দেশে রওনা দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। ‘আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের’ তৃতীয় বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার ইসলামাবাদ ছাড়েন তিনি।

রওনা দেওয়ার আগে এক ভিডিও বার্তায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানান, চীনে অনুষ্ঠিত হতে যাওয়া ওই বৈঠকে এই অঞ্চলের সব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। তিনি বলেন, ‘আমরা আফগানিস্তানের শান্তির পরিবেশ এবং অর্থনৈতিক উন্নয়ন এবং সংযুক্তকারী প্রকল্প নিয়ে আলোচনা করবো।’

চীন সফরের সময় বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন শাহ মাহমুদ কোরেশি। চীন, রাশিয়া, ইরাকসহ বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই (আলোচনা) সম্মতি তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।’

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান সব দেশের সঙ্গেই ভালো সম্পর্ক চায়। আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতায় সমর্থনের মাধ্যমে এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান পূর্ণ সমর্থন দেওয়া হবে বলে জানানো হয় ওই বিবৃতিতে।

আগামী ৩১ মার্চ দেশে ফিরবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।