মাহিন্দ রাজাপাকসের মালদ্বীপে আশ্রয় চাওয়ার গুঞ্জন, মোহাম্মদ নাশিদ বললেন- মিথ্যা
শ্রীলঙ্কাজুড়ে গুঞ্জন। বাতাসে বাতাসে ছড়িয়ে পড়েছে তা। খবরেও উঠে এসেছে বিষয়টি। বলা হচ্ছে, জনরোষে পড়া সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে আশ্রয় চেয়েছেন মালদ্বীপে। শুধু তিনি একা নন। তিনি ও তার পরিবারের সদস্যদের জন্য মালদ্বীপে আশ্রয় প্রার্থনা করেছেন। সম্প্রতি মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের কাছে এই আশ্রয় চেয়েছেন তিনি। কিন্তু মোহাম্মদ নাশিদ এ রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, মালদ্বীপে নিরাপদ আশ্রয় চাননি মাহিন্দ রাজাপাকসে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর
এতে বলা হয়েছে, মোহাম্মদ নাশিদ বর্তমানে অবস্থান করছেন শ্রীলঙ্কায়। কিন্তু এই সফরে এখন পর্যন্ত তার সঙ্গে মাহিন্দ রাজাপাকসের সাক্ষাৎ হয়নি বলে দাবি করেন নাশিদ। ওই সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, শ্রীলঙ্কায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মাহিন্দ রাজাপাকসে ও তার পরিবারের জন্য মালদ্বীপে নিরাপদ আশ্রয় চেয়েছেন বলে যে রিপোর্ট প্রকাশ হয়েছে, তা মিথ্যা। মোহাম্মদ নাশিদ আরও বলেন, মালদ্বীপে এমন একটি শ্রেণি আছে যারা মালদ্বীপ ও শ্রীলঙ্কার মধ্যে সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে। মাহিন্দ রাজাপাকসে শ্রীলঙ্কা ছেড়ে মালদ্বীপে যাওয়ার যে দাবি করা হচ্ছে তা ভুয়া। মোহাম্মদ নাশিদের ভাষায়- এটা পুরোপুরি অসত্য। সাবেক প্রধানমন্ত্রীর (মাহিন্দ রাজাপাকসে) সঙ্গে এমন কোনো মিটিং করিনি। মালয়েশিয়ার একটি মহল এমন বানোয়াট খবর ছড়িয়ে দিচ্ছে।
সম্প্রতি মোহাম্মদ নাশিদকে বৈশ্বিক পর্যায়ে শ্রীলঙ্কার জন্য রিলিফ কর্মকাণ্ডে সমন্বয়কের দায়িত্ব দিয়েছেন শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে। এ প্রসঙ্গ তুলে তিনি বলেন, কলম্বোতে তার বর্তমান ভূমিকা হলো দেশটির এই সঙ্কটের সময়ে তাদের জন্য সহায়তা আকর্ষণ করা। শ্রীলঙ্কার ভিতরে যে আভ্যন্তরীণ সমস্যা তার সমাধান করবেন শ্রীলঙ্কার জনগণ। তিনি আরও বলেন, এ ইস্যুকে আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। আমি অব্যাহতভাবে শ্রীলঙ্কার জনগণের জন্য সহায়তা করে যাবো।
এর আগে মাহিন্দ রাজাপাকসের ছেলে ও তার দল এসএলপিপি’র এমপি নামাল রাজাপাকসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মোহাম্মদ নাশিদ। ওই বৈঠকে শ্রীলঙ্কা ছেড়ে মালদ্বীপে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে নাশিদ বলেন, এ বিষয়টি সেখানে আলোচনা হয়নি। বর্তমান সময়ে শ্রীলঙ্কার জনগণকে সহায়তা করা যায় কিভাবে, তা নিয়েই শুধু ওই মিটিংয়ে কথা হয়েছে।