আমরা লাইভে English বুধবার, মার্চ ২২, ২০২৩

তাজমহলের জমি জয়পুরের রাজপরিবারের, দাবি বিজেপি সাংসদের

Taj Mahal PTI File Photo

মুঘল সম্রাট শাহজাহান যে জমিতে তাজমহল নির্মাণ করেছেন, তা আসলে জয়পুর রাজপরিবারের সম্পত্তি ছিল বলে দাবি করেছেন রাজস্থানের রাজসমন্দে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ দিয়া কুমারি। বুধবার (১১ মে) গণমাধ্যমের সামনে এ কথা বলেন তিনি।

তাজমহল নিয়ে এলাহাবাদ হাইকোর্টে দায়ের করা একটি পিটিশনের প্রেক্ষিতে দিয়া কুমারির এমন বক্তব্য আসে। হিন্দু মূর্তির উপস্থিতি প্রমাণ করার জন্য তাজমহলের তালাবন্ধ ২০টি ঘর খোলার দাবি জানানো হয়েছিল ওই পিটিশনে। উত্তরপ্রদেশের অযোধ্যা জেলায় বিজেপির মিডিয়া-ইন-চার্জ রজনীশ সিং গত ৪ মে এই পিটিশন দায়ের করেন।

রজনীশ সিং এর দায়ের করা পিটিশনকেও সমর্থন করেছেন জয়পুর রাজপরিবারের সদস্য দিয়া কুমারি।

বিজেপির সংসদ সদস্য বলেন, "তাজমহলের ২০টির মতো কক্ষ এখন তালাবন্ধ আছে এবং কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ধারণা করা হচ্ছে, তাজমহলের ভেতরে হিন্দু দেবদেবীর মূর্তি ও ভাস্কর্য রয়েছে।"

দিয়া কুমারি জানান, দায়ের করা পিটিশনে উল্লেখ করা আছে- তাজমহলের জমি একসময় জয়পুর রাজপরিবারের ছিল। তিনি বলেন, "আমি বলছি না জমিটা আমাদের। তৎকালীন কী পরিস্থিতি ছিল তা আমি জানিনা। কিন্তু আদালত যদি আমাদের কাছে থাকা কোনো নথিপত্র চেয়ে আদেশ করে, তাহলে আমরা প্রাসাদের 'পুথিখানা' (নথিপত্রের ঘর) থেকে তা সরবরাহ করবো", বলেন দিয়া।

তার ভাষ্যে, "সেই সময় কোনো বিচার বিভাগ ছিল না, সে সময় কোনো আপিল করা যেত না। রেকর্ডগুলো পরীক্ষা করার পরেই বিষয়গুলো পরিষ্কার হবে। তবে এটি একটি বৈধ দাবি এবং তদন্ত করা উচিত যে ঘরগুলো কেন বন্ধ থাকে।"