আমরা লাইভে English সোমবার, জুন ০৫, ২০২৩

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর পদে আবার শপথ নিলেন যোগি

652733_183

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর পদে আবার শপথ নিয়েছেন যোগি আদিত্যনাথ। শুক্রবার উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভারতের কেন্দ্রীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া ভারতের বিজেপি শাসিত প্রদেশগুলোর মুখ্যমন্ত্রীরাসহ বিজেপির বিভিন্ন নেতাও এই অনুষ্ঠানে অংশ নেন।

এদিকে ভোটে হারলে উপমুখ্যমন্ত্রীর পদে কেশব প্রসাদ মৌর্যই শপথ নিয়েছেন। তবে গত আমলের দ্বিতীয় উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মাকে এবার বাদ রাখা হয়েছে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি থেকে ভারতের জনবহুল এই রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ৭ মার্চ পর্যন্ত সাত ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ১০ মার্চ নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে মোট ভোটের ৪১.২৯ শতাংশ ভোট নিয়ে চার শ’ তিন আসনের মধ্যে দুই শ’ ৫৫ আসন জিতে নেয় বিজেপি। উত্তর প্রদেশে সরকার গঠনের জন্য দুই শ’ দুই আসনের প্রয়োজন হয়।