আমরা লাইভে English সোমবার, জুন ০৫, ২০২৩

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তি করতে না পারলে তা হবে বড় ব্যর্থতা: এলিস ওয়েলস

এলিস ওয়েলস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের সময় দুই দেশ যদি একটি ছোট আকারে বাণিজ্য চুক্তিও করতে না পারে তাহলে সেটা বড় ধরনের ব্যর্থতা হবে। দক্ষিণ ও মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক এলিস ওয়েলস এ কথা বলেন। চলতি সপ্তাহে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লিগথিজার তার ভারত সফর বাতিল করেন। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সই হওয়া নিয়ে সন্দেহ তৈরি হয়। এমন কি ২৪ ফেব্রুয়ারি ট্রাম্পের ভারত সফরকালে ছোট আকারের কোন বাণিজ্য চুক্তি সই নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

ওয়েলস বলেন, প্রেসিডেন্টের ভারত সফরকালে যদিও ক্ষুদ্র আকারের ফেজ-১ বাণিজ্য চুক্তিও সই করা না যায় তাহলে সেটা বড় ধরনের ব্যর্থতা হবে। ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভারতের নতুন রাষ্ট্রদূত তরনজিৎ সিং সাধুকে স্বাগত জানানো উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের সাইডলাইনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওয়েলস। অনুষ্ঠানটির আয়োজন করে যুক্তরাষ্ট্র-ভারত বিজনেস কাউন্সিল। 

ওয়েলস ট্রাম্পের সঙ্গে আসছেন না। এমন কি পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নয়। তারা চিফ অফ মিশন সম্মেলনে অংশ নিতে ওয়াশিংটনে থেকে যাবেন। ট্রাম্পের সফরকালে মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিনিধিত্ব করবেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জাস্টার।

পাক-ভারত সম্পর্ক নিয়ে ট্রাম্পের উদ্বেগ

ভারতে এসে ট্রাম্প কাশ্মির নিয়ে পাকিস্তানের সঙ্গে মধ্যস্থতার প্রস্তাব করবেন কিনা এমন প্রশ্নের জবাবে ওয়েলস বলেন যে যুক্তরাষ্ট্র ভালো করেই জানে মধ্যস্থতার ব্যাপারে ভারতের আগ্রহ নেই। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে কিভাবে উত্তেজনা কমানো যায় সে বিষয়ে ট্রাম্পের সত্যিকারের আগ্রহ রয়েছে। ট্রাম্প একাধিকবার বলেছেন যে তার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও ভারতের নরেন্দ্র মোদির সঙ্গে সুসম্পর্ক রয়েছে। তিনি বার বার মধ্যস্থতা করারও প্রস্তাব দিচ্ছেন। 

গত জানুয়ারিতে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে খানের সঙ্গে সাক্ষাতকালে ট্রাম্প বলেন, আমরা সহায্য করতে পারলে অবশ্যই আমরা সাহায্য করবো।

অস্ট্রেলিয়া মালাবার নৌমহড়ায় অংশ নেবে বলে যুক্তরাষ্ট্রের বিশ্বাস

মালাবার নৌ মহড়া নামে যুক্তরাষ্ট্র-জাপান-ভারতের যুদ্ধখেলায় অস্ট্রেলিয়ার অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে ওয়েলস বলেন, আমরা মনে করি এর সময় এসেছে। মহড়ায় অস্ট্রেলিয়ার যোগদান চীনের কাছে একটি ভুল বার্তা পাঠাবে বলে ধারণা করা হচ্ছে। আর সে কারণে এই মহড়ায় অস্ট্রেলিয়া অংগ্রহণ করুক সেটা চায় না ভারত।

ওয়েলস বলেন, পর্যবেক্ষক হিসেবে অস্ট্রেলিয়ার থাকাটিও ভালো মনোভাবের পরিচায়ক।