শান্তির জন্য ন্যাটো ভেঙে দেওয়া উচিত: জেরেমি করবিন

ন্যাটোর মতো সামরিক জোটগুলো বিশ্ব শান্তির জন্য হুমকিস্বরূপ হওয়ায় এদের বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ রাজনীতিবিদ ও লেবার দলের সাবেক নেতা জেরেমি করবিন।
ব্রিটিশ ম্যাগাজিন রেডিও টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে করবিন বলেন, "প্রশ্ন হলো ভবিষ্যতে শান্তি নিশ্চিত করার সবচেয়ে ভালো উপায় কী? আরও নতুন সব জোট গঠন? আরও বেশি করে সৈন্যজোট গড়ে তোলা?"
তিনি বলেন, "আমি এমন এক পৃথিবী দেখতে চাই যেখানে আমরা সামরিক জোটগুলো ভাঙতে দেখব।"
ন্যাটোকে রাতারাতি বিলুপ্ত করা সম্ভব নয় স্বীকার করে স্বতন্ত্র এই ব্রিটিশ এমপি বলেন, সেরকম কিছু সম্ভব না হলেও ইউক্রেন যুদ্ধের পর মানুষের উচিত বিষয়গুলো নিয়ে ভাবা।
তিনি আরও বলেন, "নিজেকে প্রশ্ন করুন। সামরিক জোট কি শান্তি আনতে পারে? নাকি প্রকৃতপক্ষে তারা একে অপরকে আরও ভয়ঙ্কর কিছুতে লিপ্ত হওয়ার উস্কানি দিয়ে থাকে?"
তবে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছে সেজন্য ন্যাটোকে তিনি দোষারূপ করছেন না সেই বিষয়টিও উল্লেখ করেন করবিন।
সাবেক এই লেবার নেতা বলেন, "আমি আরও গভীর নিরাপত্তা বিষয়ক আলোচনা চেয়েছিলাম। কারণ ন্যাটো গতবছরও রাশিয়ার সঙ্গে নিরাপত্তা আলোচনায় বসেছিল।"
গত ফেব্রুয়ারিতে লেবার দলের ১১ এমপির সঙ্গে স্টপ দ্য ওয়ার কোয়ালিশনের একটি পত্রে স্বাক্ষর করেন জেরেমি করবিন। সেখানে ন্যাটোকে "পূর্ব দিকে আগ্রাসন" বন্ধ করার আহ্বান জানানো হয়। পত্রটিতে ইউক্রেন বিষয়ে যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে "সামরিক হুমকি" ছড়ানোর অভিযোগও আনা হয়।
চলতি মাসের শুরুতে লেবার নেতা কিয়ের স্টারমার জানান, স্টপ দ্য ওয়ার কোয়ালিশনের সঙ্গে থাকলে করবিন লেবার হুইপের পদ ফিরে পাবেন না। স্টারমার জানান এটা পরিষ্কার যে, যারা লেবার এমপি হতে চান তাদের ন্যাটোকে সমর্থন করতে হবে এবং রাশিয়ার সঙ্গে এই জোটের 'মিথ্যা তুলনা' করা বন্ধ করতে হবে।
এর আগে ইহুদি বিদ্বেষের অভিযোগে ২০২০ সালে লেবার দল থেকে বহিষ্কৃত হন করবিন।