আমরা লাইভে English শনিবার, জুন ০৩, ২০২৩

কাশ্মীরের স্বাধীনতাযোদ্ধা ইয়াসিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল ভারত, নিন্দা পাকিস্তানের

vadgvadgbadad

কাশ্মীরের স্বাধীনতা যোদ্ধা ইয়াসিন মালিককে সন্ত্রাসে অর্থায়নের এক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ভারতের একটি আদালত। জম্মু অ্যান্ড কাশ্মীর লিবারেশন ফ্রন্টের প্রধান ইয়াসিন মালিক। ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি শাস্তি হিসেবে তার মৃত্যুদ- দাবি করলে আদালত তাকে বুধবার যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, জিও নিউজ। এতে বলা হয়, আদালত তাকে দুটি যাবজ্জীবন কারাদ- ও ৫টি ১০ বছর মেয়াদী সশ্রম কারাদ- দিয়েছে। এসব সাজা একসঙ্গে চলতে থাকবে। এ ছাড়াও তাকে ১০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। গত সপ্তাহে এই হুরিয়াত নেতাকে সন্ত্রাসে অর্থায়নের মামলায় অভিযুক্ত করা হয়। এর আগে গত সপ্তাহের মঙ্গলবার তিনি সব অভিযোগ স্বীকার করেন। অভিযোগের বিরুদ্ধে তিনি লড়াই করতে অস্বীকৃতি জানান।

২০১৯ সালে তাকে গ্রেপ্তার করে ভারত সরকার

ওই একই বছর ভারত দখলীকৃত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সরকার। ইয়াসিন মালিকের স্ত্রী মুশাল হুসেইন মল্লিক এই শাস্তিকে অবৈধ বলে মন্তব্য করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ভারতের কাঙ্গারু কোর্ট কয়েক মিনিটে এই শাস্তি দিয়েছে। কিন্তু আইকনিক এই নেতা কখনো আত্মসমর্পণ করবেন না।

ওদিকে তাকে শাস্তি দেয়ার ফলে প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি প্রমুখ। এ দিনটিকে ভারতের গণতন্ত্র ও বিচার ব্যবস্থার জন্য একটি কালোদিবস বলে আখ্যায়িত করেছেন শেহবাজ শরীফ। তিনি আরও বলেছেন, এই স্বাধীনতা যোদ্ধাকে যাবজ্জীবন কারাদ- দেয়ায় কাশ্মীরিদের মধ্যে আত্মমর্যাদার অধিকার উৎসাহিত হবে। ইয়াসিন মালিককে এই শাস্তি দেয়ার নিন্দা জানিয়েছেন বিলাওয়াল। তিনি টুইটারে লিখেছেন, কাশ্মীরিদের স্বাধীনতা ও স্বাধিকারের পক্ষের কণ্ঠস্বরকে কখনো স্তব্ধ করতে পারবে না ভারত। কাশ্মীরের ভাই ও বোনদের পাশে আছে পাকিস্তান। তাদেরকে এই লড়াইয়ে সম্ভাব্য সব রকম সহযোগিতা অব্যাহতভাবে দিয়ে যাবে পাকিস্তান। নিন্দা জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও বিলাওয়ালের পিতা আসিফ আলি জারদারি। ইয়াসিন মালিককে দখলীকৃত কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের একজন বীর হিসেবে আখ্যায়িত করেন তিনি।