আমরা লাইভে English মঙ্গলবার, মে ৩০, ২০২৩

আরো ১৫৬টি বিএমপি-২ আইসিভি পাচ্ছে ভারতীয় সেনাবাহিনী

BMP-2 Sarath at RD 2014

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতীয় সেনাবাহিনীর জন্য আরো ১৫৬টি লাইসেন্সে নির্মিত বিএমপি-২ সরথ পদাতিক যুদ্ধ যান (আইসিভি) কেনার অনুমতি দিয়েছে। ১১.২৫ বিলিয়ন রুপিতে (১৪৮ মিলিয়ন ডলার) রাষ্ট্রায়ত্ত অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের (ওএফবি) কাছ থেকে এগুলো কেনা হবে।

ওএফবি মুখপাত্র উদ্দীপন মুখার্জি ৩১ মে জেন্সকে বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্ডার পাওয়ার পর উভচর প্লাটফর্মগুলোর নির্মাণকাজ শুরু করবে দক্ষিণ ভারতের অর্ডিন্যান্স প্রজেক্ট মেদাক।

সরকারি সূত্র জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৪ মাসের মধ্যে ১৫৬টি আইসিভির সবগুলোর নির্মাণ শেষ করতে হবে। উল্লেখ্য, লাইসেন্সের আওতায় ১৯৮৭ সাল থেকে প্রতিষ্ঠানটি ২,৫০০-এর বেশি ইউনিট নির্মাণ করেছে।

আরও পড়ুনঃ চীনা সামরিক শক্তির বহু পেছনে পড়ে আছে ভারত

প্রতিটি আইসিভির ওজন হবে ১৪.৩ টন। এগুলো তিনজন ক্রু পরিচালনা করবে। প্রতিটি যান সাতজন পর্যন্ত পুরোপুরি সজ্জিত সৈন্য পরিবহন করতে পারবে। দ্রুত সৈন্য মোতায়েনের জন্য এগুলো বিশেষ প্রয়োজনীয় বলে ধারণা করা হচ্ছে।

প্রতিটি যান ৬০০ কিলোমিটার পর্যন্ত চলাচল করতে পারবে, রাস্তায় তাদের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৬৫ কিলোমিটার, রাস্তার বাইরে ৪৫ কিলোমিটার ও পানিতে ৩.৮ নট।

এগুলোতে ২এএ২ ৩০ এমএম ডুয়েল-ফিড, পুরোপুরি স্থিতিশীল কামান, একটি কোয়াক্সিয়াল ৭.৬২ পিকেটি মেশিন গান থাকবে। এছাড়া ৯এম১১৩ কুনকার ট্যাঙ্কবিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্রের জন্য এতে ০এসএইচ১১৯এম১ ক্ষেপণাস্ত্র লঞ্চারও থাকবে।