‘ভারতীয় নারীরা বিশ্বে সবচেয়ে অনাকর্ষণীয়’: সাবেক মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের মন্তব্য

ভারতীয় জনগণের ব্যাপারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন কতটা অবিশ্বাস পোষণ করতেন তা প্রকাশ করে দিয়েছে রিচার্ড নিক্সন প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি ও যাদুঘরের নতুন অবমুক্ত করার টেপ। নিউইয়র্ক টাইমসের এ রিপোর্টে এ কথা বলা হয়েছে।
এসব টেপে ১৯৬০ ও ১৯৭০ দশকের প্রথম দিকে আমেরিকার নেতৃত্ব দেয়ার সময় নিক্সনের বক্তব্য ধারণ করা আছে। সেসময় এই মার্কিন প্রেসিডেন্ট ছিলেন পাকিস্তানের ঘোর সমর্থক। তিনি তৎকালীন পূর্ব-পাকিস্তানে ভারতীয় হস্তক্ষেপ বন্ধের চেষ্টা করেন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের সঙ্গে এক আলাপচারিতায় নিক্সন বলেন, ‘ভারতীয় নারীরা যে বিশ্বের সবচেয়ে অনাকর্ষণীয় তাতে কোন সন্দেহ নেই।’ টেপে তাকে তিক্ত স্বরে আবারো বলতে শুনা যায়, ‘নিঃসন্দেহে’।
নিক্সন আরো বলেন, এসব মানুষ সবচেয়ে সেক্সহীন, কিছুই না। আমি বলছি, মানুষ বলে, কালো আফ্রিকানরা কেমন? হ্যা, আপনি তাদের মধ্যে ভাইটালিটি দেখতে পাবেন। আমি মনে করি, তাদের মধ্যে কিছুটা পশুর মতো কমনীয়তা রয়েছে। কিন্তু ঈশ্বর, এসব ইন্ডিয়ান, ওয়াক, প্যাথেটিক, জঘন্য।’
দি টাইমস জানায়, নিক্সন সেসময় ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ানোর বিপদ সম্পর্কে বুঝানোর চেষ্টা করছিলেন। বিষয়টি নিয়ে গান্ধীর সঙ্গে তার রোষারেষি তৈরি হয়েছিলো বলে আমেরিকার পত্রিকাটি লিখে।