নাগাল্যান্ডে বিশেষ সন্ত্রাস দমন আইন প্রত্যাহারের প্রস্তাব পাস

উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ড রাজ্যের বিধানসভা বিশেষ সন্ত্রাস দমন আইন ‘আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট’ (আফসপা) প্রত্যাহারের দাবিতে তোলা প্রস্তাব পাস করেছে। সোমবার সন্ধ্যায় বিধানসভার এক বিশেষ অধিবেশনে প্রস্তাবটি পাস হয়। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও প্রস্তাবটি পেশ করেছিলেন।
নাগাল্যান্ডে ক্ষমতাসীন রাজনৈতিক জোটে রয়েছে বিজেপিও। এ প্রস্তাব পাসের মধ্য দিয়ে বিজেপির নাগাল্যান্ড শাখা ও রাজ্যে তাদের প্রধান শরিক দল ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি কেন্দ্রের বিজেপি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে আফসপা প্রত্যাহারের দাবি তুলল।
চলতি মাসের শুরুর দিকে নাগাল্যান্ডের মোন জেলায় ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বাধীন বিশেষ বাহিনীর গুলিতে স্থানীয় ১৪ জন নিহত হন। এরপরই আফসপা প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু হয়। রাজ্য বিজেপিসহ সব দল এ দাবি সমর্থন করে। গুলির ঘটনার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্য বলেছিলেন, নিরাপত্তা রক্ষীবাহিনী ‘আত্মরক্ষার্থে’ গুলি চালিয়েছে। নাগারা এ বক্তব্য খারিজ করে দিয়েছে।
পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে, নাগাল্যান্ডের নাগা সম্প্রদায়ের রাজনৈতিক সমস্যা সমাধানে গোটা উত্তর-পূর্ব ভারত থেকে, বিশেষত নাগাল্যান্ড থেকে আফসপা প্রত্যাহার করতে হবে। প্রস্তাবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে গুলি চালানোর জন্য ক্ষমাপ্রার্থনার দাবিও তোলা হয়। পাশাপাশি মোন জেলার বাসিন্দাদের সরকারকে সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে।