আমরা লাইভে English শনিবার, এপ্রিল ০১, ২০২৩

কাশ্মীরে অধিকার লঙ্ঘনের তদন্তের আহ্বান জাতিসঙ্ঘের

Annotation 2020-09-04 093720

জম্মু ও কাশ্মীরের গুম ও গণকবরের অভিযোগ খতিয়ে দেখতে আবারো ভারতের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘ।

চলতি সপ্তাহে ভারত সরকারকে লেখা এক চিঠিতে জাতিসঙ্ঘের অন্তত ৯ রিপোটিয়ার বিরোধপূর্ণ অঞ্চলটিতে স্টেট হিউম্যান রাইটস কমিশন (এসএইচআরসি) বন্ধ করে দেয়ার বিষয়টি পুনর্বিবেচনার জন্য নয়া দিল্লির প্রতি আহ্বান জানান।

চিঠিটি লেখা হয়েছিল ১ জুলাই। তবে তা প্রকাশ করা হয়েছে দুই মাস পর।

চিঠিতে বলা হয়, ভারত ও জম্মু ও কাশ্মীরের স্থানীয় কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করছি গুমের সব অভিযোগ দ্রুত, পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করতে ... এবং অচিহ্নিত হাজার হাজার কবরের প্রতিটি শনাক্ত করার পদক্ষেপ গ্রহণ করার।

গুম হওয়া লোকদের পরিবারের পরিচর্যায় নিয়োজিত কাশ্মীরভিত্তিক এসোসিয়েশন অব প্যারেন্টস অব ডিসঅ্যাপেয়ার্ড পারসন্স বা এপিডিপির হিসাব অনুযায়ী, ভারতীয় বাহিনীর হাতে অন্তত আট হাজার কাশ্মীরী গুম হয়েছে।

এপিডিপির হিসাব অনুযায়ী, ১৯৯০-এর দশক থেকে গুম শুরু হয়। আর ১৯৯০ সালের সেপ্টেম্বরে জম্মু অ্যান্ড কাশ্মীর আর্মর্ড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্টের (এএফএসপিএ) কারণে ভারতের সশস্ত্র বাহিনী দায়মুক্তি পেয়ে যাচ্ছে।

জাতিসঙ্ঘ বিশেষজ্ঞরা আরো বলেন, আমরা ভারতীয় কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি এসএইচআরসি বন্ধের বিষয়টি পুনর্বিবেচনা করতে কিংবা সমমানের আরেকটি প্রতিষ্ঠান দ্রুততার সাথে প্রতিষ্ঠা করতে যাতে তারা আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে সরকারি তদন্ত নিশ্চিত করতে সহায়তা ও নির্দেশনা দিতে পারে।

বিরোধপূর্ণ জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনে তদন্তে নিয়োজিত এসএইচআরসিকে আরো কয়েকটি সংস্থার সাথে গত বছরের ৫ আগস্ট এই অঞ্চলের স্বায়ত্তশাসন মর্যাদা বাতিলের সময় বন্ধ করে দেয়া হয়।

জম্মু ও কাশ্মীরের মানবাধিকার নিয়ে ভারত সরকারের কাছে যেসব বার্তা পাঠানো হয়েছে, জাতিসঙ্ঘ চিঠিটি তার সর্বশেষ।

জাতিসঙ্ঘের একটি মানবাধিকার সংস্থাও ওই অঞ্চল সফর করার অসফল চেষ্টা করেছিল।