আমরা লাইভে English মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বিশ্বের প্রথম পরিবেশ-বান্ধব বিমান ইঞ্জিন হাজির করছেন পাকিস্তানী বিজ্ঞানী

ড. সারাহ কোরেশি

বিশ্বের প্রথম প্রজন্মের কন্ট্রেল-ফ্রি বিমান ইঞ্জিন তৈরি করছে পাকিস্তান। চলতি বছরের মাঝামাঝি থেকে শেষ দিকের মধ্যে বৈশ্বিক বিমান শিল্পের জন্য ইঞ্জিনটি তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আর এই বিস্ময়কর প্রযুক্তির আবিষ্কারক হলেন ড. সারাহ কোরেশি। চলতি সপ্তাহের গোড়ার দিকে এই পত্রিকার সঙ্গে আলাপকালে বিষয়টি প্রকাশ করেন তিনি।

আবহাওয়া মণ্ডলের স্ট্রাটোসফিয়ারে চলাচলকারী বাণিজ্যিক পরিবহন বিমানগুলোর নেতিবাচক প্রভাব দূর করতে ২০১৮ সাল থেকে পাকিস্তান এই প্রকল্প নিয়ে কাজ শুরু ‍করে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে এসব বিমান ভূমিকা রাখছে বলে পরিবেশবাদীদের অভিযোগ।

পাকিস্তানী বিজ্ঞানী কন্ট্রেল ফেনমেনন ব্যাখ্যা করেন। এটা হলো বিমানের ইঞ্জিন থেকে বের হওয়া সাদা ধোঁয়ার দীর্ঘ যে লেজটি দেখা যায় সেটি। বিশ্বের আবহাওয়া মণ্ডলে এর ক্ষতিকর প্রভাব রয়েছে।

মনেপ্রাণে পরিবেশবাদী কোরেশি যুক্তরাজ্যের ক্রানফিল্ড বিশ্ববিদ্যালয়ে তার একাডেমিক গবেষণা করেছেন এবং বিশ্বের প্রথম দূষণ-মুক্ত বিমান ইঞ্জিন তৈরির চেষ্টা করছেন।

তার দাবি, বিশ্বের বিমানশিল্প এই প্রযুক্তি উদ্ভাবনের দিকে নজর দেয়নি। তারা বরং জ্বালানি শাস্ত্রয়ী ইঞ্জিন তৈরি করে আরো বেশি মুনাফা অর্জনের দিকে মনযোগ দিয়েছে।