ব্রিটিশ প্রধানমন্ত্রিত্বের দৌড়ে টম টুগেনধাত

নজিরবিহীন চাপের মুখে অবশেষে পদ ছাড়ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে তার উত্তরসূরি কে হবেন, সেটি নিয়ে এরইমধ্যে আলোচনা শুরু হয়েছে। সংবাদমাধ্যম টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে এই পদের ব্যাপারে নিজের আগ্রহের কথা জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক সিলেক্ট কমিটির চেয়ারম্যান টম টুগেনধাত (৪৯)।
নিবন্ধে একটি ‘পরিচ্ছন্ন যাত্রার’ কথা বলেন টম টুগেনধাত। তিনি লিখেছেন, সরকারে নতুন শক্তি ও ধারণা আনতে এবং ব্রেক্সিট বিভাজনের সেতুবন্ধন করতে তিনি সহকর্মীদের একটি বিস্তৃত জোট গড়ে তুলতে চান।
জ্বালানি কর এবং অরক্ষণশীল শুল্ক, যা ভোক্তাদের জন্য দাম বাড়িয়ে দেয় এমন কর প্রত্যাহারের পক্ষেও সওয়াল করেন তিনি।
জনগণের জীবনযাত্রার ব্যয়ের বিষয়টিকে তিনি জাতীয় নিরাপত্তা সমস্যা হিসেবে উল্লেখ করেন। অপরাধ মোকাবিলায় রাস্তায় আরও পুলিশিংয়েরও তাগিদ দেন তিনি।
ইরাক ও আফগানিস্তানে দায়িত্ব পালন করা সাবেক এই সেনাসদস্য ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই সন্তানের জনক। ইতোপূর্বে কখনও তিনি সরাসরি মন্ত্রিসভার সদস্য ছিলেন না। তবে বর্তমানে তিনি ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক সিলেক্ট কমিটির চেয়ারম্যান। যুক্তরাজ্য ও ফ্রান্সের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তার।
টম টুগেনধাত ছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রিত্বের দৌড়ে আরও কয়েকটি নাম শোনা যাচ্ছে। যাদেরকে ঘিরে আলোচনা হচ্ছে তাদের মধ্যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের নামও রয়েছে। কনজারভেটিভ পার্টির তৃণমূলে তিনি বেশ জনপ্রিয় বলে মনে করা হয়।
সাবেক শিক্ষামন্ত্রী এবং বর্তমান অর্থমন্ত্রী নাদিম জাহাবির নামও আলোচনায় রয়েছে। এ তালিকায় প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস, সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ এবং সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের নামও শোনা যাচ্ছে।