আমরা লাইভে English সোমবার, মার্চ ২৭, ২০২৩

পানামা কেলেঙ্কারিতে আবারও ঐশ্বর্য রাই বচ্চনকে তলব

aishwariya

পানামা পেপার্স কেলেঙ্কারিতে ঐশ্বর্য রাই বচ্চনকে তলব করল ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

ভারতে কর ফাঁকি দেওয়ার জন্য পানামায় অফশোর কোম্পানির মাধ্যমে বেশ কিছু ভারতীয় নাগরিক অর্থ রেখেছিলেন বলে অভিযোগ। পানামার একটি লিগ্যাল ফার্ম ‘মোসাক ফনসেকা’ থেকে এসব গোপন দলিল ফাঁস হয়ে যায়। আর সেই কারণেই এই কেলেঙ্কারিকে বলা হচ্ছে পানামা পেপার্স লিক।

এই দলিলের নথি অনুযায়ী অভিযোগ হল, কর ফাঁকি দিয়ে বিদেশে বিপুল অর্থ গচ্ছিত রেখেছেন একদা মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাই বচ্চন। অফশোর কোম্পানির মাধ্যমে কর ফাঁকি দিয়ে বিদেশে টাকা জমিয়েছেন তিনি।

শুধু তিনি নন, পানামা পেপার্সে নাম রয়েছে অমিতাভ বচ্চনেরও। সেই সঙ্গে ৫০০ জন ভারতীয় ধনপতির নাম উঠে আসে তালিকায়। রাজনীতিবিদ থেকে অভিনেতা, অনেক ধনী ব্যক্তিরই নাম রয়েছে সেখানে।

এই একই মামলায় আগেও ঐশ্বর্য রাইকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল, তবে তিনি এর আগে দুবারই সময় চেয়েছিলেন। তাই ফের সোমবার তাকে তলব করে নোটিস পাঠানো হল।

হঠাৎ করে এই মামলা ফের কেন মাথা তুলেছে তা নিয়ে অবশ্য বিস্মিত অনেকেই। তবে ইডি সূত্র জানাচ্ছে, পানামা পেপার্স নিয়ে তদন্ত চলছিলই। সেই সূত্রেই ডাকা হয়েছে ঐশ্বর্যকে।