নাগাল্যান্ডের মন জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর আওতায় পাঁচ জনের বেশি একসঙ্গে জমায়েত এবং অত্যাবশ্যকীয় নয় এমন সব ধরণের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
জেলাটিতে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর কথা জানা গেছে। এর মধ্যে ১৪ জনই বেসামরিক নাগরিক। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। ৫ সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে নাগাল্যান্ড সরকার। হত্যা মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
গত শনিবার বিকেলে মন জেলায় বিদ্রোহীদের সম্ভাব্য চলাচলে খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্স অভিযান চালায়। তিরু-ওতিং সড়কে গ্রামবাসীদের বহনকারী একটি ট্রাকে হামলা চালায় নিরাপত্তা বাহিনী। এতে ছয় গ্রামবাসী নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়।
ওই ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘিরে ফেলে ক্ষুব্ধ স্থানীয়রা। ‘আত্মরক্ষার্থে’ নিরাপত্তা বাহিনী গ্রামবাসীও ওপর গুলি চালালে আরও ৫ গ্রামবাসী নিহত এবং ৬ জন আহত হয়। এই ঘটনায় এক সেনা নিহত এবং নিরাপত্তা বাহিনীর তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
রবিবার সন্ধ্যায় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা আসাম রাইফেলস ক্যাম্প ঘিরে ফেললে মন শহরের পরিস্থিতি উত্তেজক হয়ে ওঠে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা ক্যাম্পে ঢুকে পড়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। সহিংসতায় এক গ্রামবাসীর মৃত্যু হয়।