আমরা লাইভে English সোমবার, মার্চ ২৭, ২০২৩

যুক্তরাজ্যে ফের শনাক্তের রেকর্ড, নতুন আক্রান্ত ৮৮,৩৭৬

85b03f42503bfea20404b045354dcaa2-61bb745baf3e2

যুক্তরাজ্যে করোনাভাইরাসে দৈনিক আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার দেশটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮৮ হাজার ৩৭৬ জন। যা দৈনিক শনাক্তের রেকর্ড। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আতঙ্কের মধ্যেই দেশটিতে শনাক্তের এই রেকর্ড হলো। এর আগে বুধবার আগের সব রেকর্ড ভেঙেছিল। বুধবার নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৭৮ হাজার ৬১০ জন।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১ কোটি ১১ লাখ। গত ২৪ ঘণ্টা ১৪৬ জনের মৃত্যু হওয়াতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪৭ হাজার।

এর আগে দেশটির স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার প্রধান চিকিৎসা উপদেষ্টা ড. সুসান হপকিন্স হাউস অব কমন্সে’র স্বাস্থ্য কমিটির এমপিদের বলেছেন, যুক্তরাজ্যে ওমিক্রনের আর-নম্বর ৩ থেকে ৫-এর মধ্যে। আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। প্রতি দুই দিন অন্তর সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হচ্ছে।

এমন পরিস্থিতিতেও যুক্তরাজ্যে লকডাউন জারি করা হবে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার তিনি বলেন, আমি জনগণকে বড়দিনের আয়োজন বাতিল করতে বলছি না। কিন্তু সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি।