পাকিস্তানে শ্রীলঙ্কান শ্রমিককে পুড়িয়ে হত্যা

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শ্রীলঙ্কার এক শ্রমিককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধর্ম অবমাননার অভিযোগে ওই শ্রমিককে প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।
শ্রীলঙ্কান এই শ্রমিকের নাম প্রিয়ান্থা ডিয়াওয়াড়ানা। তিনি শিয়ালকোটের স্থানীয় একটি কোম্পানির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
শিয়ালকোট জেলার পুলিশ প্রধান আরমাগন গন্ডাল এএফপিকে জানান, কারখানার ভেতর থেকে প্রিয়ান্থাকে টেনেহিঁচড়ে বের করা হয়।
জেলার আরেক কর্মকর্তা ওমর সাঈদ মালিক বলেন, ঠিক কোন কারণে উত্তেজিত জনতা শ্রীলঙ্কান শ্রমিককে হত্যা করেছে তা সঠিক কারণ জানার চেষ্টা চলছে। তার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
ইসলাম ধর্মের অবমাননার অভিযোগে পাকিস্তানে গণপিটুনি অস্বাভাবিক কিছু না। কিন্তু বিদেশিদের ওপর এমন হামলার ঘটনা বিরল। দেশটিতে ধর্ম অবমাননার সাজা মৃত্যুদণ্ড। আন্তর্জাতিক ও দেশীয় মানবাধিকার গোষ্ঠী বলে আসছে, প্রায়ই ধর্ম অবমাননার অভিযোগ ধর্মীয় সংখ্যালঘু ও ব্যক্তিগত প্রতিশোধ নিতে কাজে লাগানো হয়।
প্রধানমন্ত্রী ইমরান খান এই হত্যাকাণ্ডকে ভয়াবহ উল্লেখ করে এটি পাকিস্তানের জন্য লজ্জাজনক ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন।