আমরা লাইভে English মঙ্গলবার, জুন ০৬, ২০২৩

অভিন্ন উন্নয়নের জন্য উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে চীনের সহযোগিতা, বললেন দূত

DIGEST-ENG-21-08-2020-Maldives

চীন-মালদ্বীপ সম্পর্কটি দুই দেশের পারস্পরিক লাভের উপর দাঁড়িয়ে আছে। মালদ্বীপে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং লিজহং এ কথা বলেন।

টুইটারে দেয়া এক বিবৃতিতে দূত বলেন, উন্নয়নশীল দেশগুলোকে দেয়া চীনের সহায়তা উভয় দেশের পারস্পরিক লাভের জন্যই। চীন কখনো এক অংশীদারকে অন্য অংশীদারের বিরুদ্ধে ব্যবহার করে না।

মূলত দি ডিপ্লোম্যাটে প্রকাশিত ভারতীয় সাংবাদিক সুধা রামচন্দ্রনের ‘মালদ্বীপের ম্যাচে ভারত কি জয়ী হয়েছে?’ শীর্ষক এক নিবন্ধের প্রতিক্রিয়ায় দূত ওই টুইট করেন।  

সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের আমলে চীনের সঙ্গে মালদ্বীপে বন্ধুত্ব ব্যাপক বৃদ্ধি পায়। মালদ্বীপের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পে চীন অর্থায়ন করে। ফলে ভারতের সঙ্গে মালদ্বীপের টানাপোড়ন তৈরি হয়েছিলো। তবে বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। এতে চীনের সঙ্গে সম্পর্ক কিছুটা নিষ্প্রভ হয়ে পড়েছে।