মালদ্বীপে করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা ৫০০০ ছাড়িয়েছে

মালদ্বীপের স্বাস্থ্য সুরক্ষা এজেন্সি (এইচপিএ) গত রোববার নতুন করে ১৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে। ফলে দেশটিতে নিশ্চিত করোনা রোগী সংখ্যা দাঁড়িয়েছে ৫,০৪১ জন।
এইচপিএ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ১০৭ জন মালদিভিয়ান, ২৮ জন বাংলাদেশী, ৬ জন ভারতীয় ও ২ জন নেপালি।
বৃহত্তর মালে এলাকায় ১৪০ জন নতুন রোগী শনাক্ত হয়।
এদিকে বিগত ২৪ ঘন্টায় আরো ১৩ জন করোনা রোগী পুরোপুরি সেরে উঠেছে। এতে সেরে ওঠা করোনা রোগী সংখ্যা দাঁড়িয়েছে ২,৮০৪ জন।
দেশের ১৪০টি হাসপাতালে বর্তমানে আইসোলেশনে আছে ১,৪৭৮ জন।
মালদ্বীপে গত ৭ মার্চ প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এক সপ্তাহের মধ্যে তা ১২ জনে দাঁড়ায়। এর পর থেকে করোনা পজিটিভ রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে।
দেশটিতে এ পর্যন্ত শনাক্ত হওয়া করোনা রোগীর ৫৪% মালদিভিয়ান, ৩৬% বাংলাদেশী এবং বাকিরা ভারতীয়, নেপালি, শ্রীলঙ্কানসহ অন্যান্য দেশের।