আমরা লাইভে English শনিবার, এপ্রিল ০১, ২০২৩

মালদ্বীপ সরকারের বিরুদ্ধে ভারতীয় কোম্পানির মামলা

DIGEST-ENG-18-08-2020-Maldives

মালদ্বীপ সরকারের বিরুদ্ধে সালিশি মামলা করেছে ভারতীয় কোম্পানি লাকি এক্সপোর্টস।

ভারতীয় কোম্পানিটিকে নাইফারু দ্বীপের পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং ভেমানধু দ্বীপের পয়ঃনিষ্কাশন উন্নয়নের জন্য ২০১৭ সালের ১৮ জুন একটি প্রকল্পের কাজ দেয়া হয়। কিন্তু এরপর কোম্পানি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে উল্লেখ করে মালদ্বীপ সরকার চুক্তিটি বাতিল করে।

প্রকল্প শুরুর সময় ভারতীয় কোম্পানিটি ৪৮৩,৪৫১ ডলারের পারফরমেন্স গ্যারান্টির প্রস্তাব দেয়। এই গ্যারান্টি ইস্যু করে ভারতের সিন্ডিকেট ব্যাংক। গ্যারান্টির তহবিল মুক্ত করতে মালদ্বীপ সরকার অনুরোধ করেছিলো। কিন্তু তহবিল ছাড় বন্ধ রাখতে লাকি এক্সপোর্ট দিল্লী হাইকোর্টে মামলা করে। ফলে চলতি বছরের ২৯ জানুয়ারি আদালত কোম্পানির পক্ষে রায় দেয়। আদালত মালদ্বীপ সরকারকে আর্জি পেশ করতে বললে মালে গত ১৪ আগস্ট তার জবাব দেয়।

কিন্তু তার আগেই ১৩ মার্চ চুক্তি বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ভারতীয় কোম্পানি সালিশী মামলা দায়ের করে। কোম্পানিটি এখন মালদ্বীপ সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ ও সালিশের ব্যয় পাওয়ার আশা করছে।