আমরা লাইভে English বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩

চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করা মালদ্বীপের লক্ষ্য: পররাষ্ট্রমন্ত্রী

REPORT-4-ENG-27-07-2020-Maldives
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শাহিদ

মালদ্বীপ ও চীনের মধ্যে সম্পর্ক উন্নয়নের গতি যেন অব্যাহত থাকে তা নিশ্চিত করা এবং সম্পর্ক জোরদার করতে প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর নেতৃত্বে মালদ্বীপ সরকার কাজ করে যাবে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বের বন্ধন ও বোঝাপড়াকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগামীতে মালদ্বীপ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

চীনের বার্তা সংস্থা সিনহুয়ার সঙ্গে এক সাক্ষাতকারে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শাহিদ এসব কথা বলেন। তিনি বলেন, কোভিডের বিস্তার মোকাবেলায় চীনের সরকার ও জনগণের কাছ থেকে পাওয়া সহায়তা মালদ্বীপের সরকার ও জনগণ কৃতজ্ঞচিত্তে গ্রহণ করেছে।

শাহিদ বলেন, চীন মালদ্বীপের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার হিসেবে অব্যাহত থাকবে। মালদ্বীপ সরকার শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং মালদ্বীপ ও চীনের জনগণের শক্তিশালী বন্ধুত্বপূর্ণ বন্ধন আরো শক্তিশালী করার জন্য কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

মালদ্বীপ-চীন সম্পর্ক যেন অব্যাহত থাকে তা নিশ্চিত করা ও শক্তিশালী করতে প্রেসিডেন্ট সলিহ ও তার সরকার কাজ করে যাবে এবং এই সম্পর্ক আগামীতে আরো শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  মালদ্বীপের ১২টি দ্বীপের মালিক চীনা কোম্পানি: স্পিকারের অভিযোগ চীনা দূতের অস্বীকার

শাহিদ বলেন, চীনের সহায়তায় বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পগুলো থেকে মালদ্বীপ ব্যাপকভাবে উপকৃত হয়েছে এবং পারস্পরিক লাভজনক উন্নয়ন সহযোগিতা আরো  জোরদার করতে আগ্রহভরে অপেক্ষা করছে।

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রসঙ্গে মালদ্বীপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে চীনের কাছ থেকে যে সহায়তা পাওয়া গেছে তা মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়য়ে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে।

চায়না-মালদ্বীপ মৈত্রী সেতু দুই দেশের বন্ধুত্বের দর্শনীয় নিদর্শন বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরো বলেন, চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন করতে চীনের সঙ্গে কাজ করে যেতে মালদ্বীপ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে নতুন প্রকল্পও গ্রহণ করা হবে। 

১৫ জুলাই থেকে মালদ্বীপ আন্তর্জাতিক পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিয়েছে। দেশটির রাজস্বের একটি বড় অংশ আসে পর্যটন থেকে। 

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন যে তার সরকার আবারো চীনা পর্যটকদের স্বাগত জানাতে আগ্রহী।

চীনের ব্যাপারে মালদ্বীপের রাজনীতিকদের সাম্প্রতিক কিছু অভিযোগ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অভিন্ন ঐতিহাসিক বন্ধনের সুদৃঢ় ভিত্তির উপর মালদ্বীপ-চীন সম্পর্ক প্রতিষ্ঠিত।

মালদ্বীপ দৃঢ়তার সঙ্গে এক-চীন নীতি সমুন্নত রাখবে।