আমরা লাইভে English শনিবার, এপ্রিল ০১, ২০২৩

করোনা সংক্রমণ বৃদ্ধি: মালদ্বীপে সামরিক প্রশিক্ষণ স্থগিত

DIGEST-ENG-22-08-2020-Maldives

মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সে (এমএনডিএফ) করোনাভাইরাস সংক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় গ্রিফুসি দ্বীপে সামরিক প্রশিক্ষণ বন্ধ করে দেয়া হয়েছে। 

দ্বীপে এমএনডিএফের চার অফিসারের দেহে করোনাভাইরাস ধরা পড়ে। এর পর থেকে দ্বীপটি পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেখানে প্রবেশ ও বের হওয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে। দ্বীপে অবস্থানরত অন্যান্য অফিসারকেও পরীক্ষা করা হচ্ছে। 

জানা গেছে, সেখানে ২৭ জন এমএনডিএফ সদস্যের দেহে ভাইরাস ধরা পড়েছে। এরপর সেখানে সামরিক প্রশিক্ষণ বন্ধ করে দেয়া হয়। এ ব্যাপারে এমএনডিফের পক্ষ থেকে এখনো কোন মন্তব্য পাওয়া যায়নি।

দেশের করোনা পরিস্থিতিতে সামনের সারিতে থেকে স্বাস্থ্য সমস্যা মোকাবেলা করছে এমএনডিএফ। করোনা রোগীদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব রয়েছে সেনা সদস্যদের উপর। কোয়ারেন্টিন ও আইজোলেশন স্থাপনাগুলো দেখভাল করে পুলিশ।