চীনের সঙ্গে এফটিএ নিয়ে অগ্রসর হবে না মালদ্বীপ
.jpg)
বেইজিংয়ের বিরুদ্ধে অবস্থান কঠোর করার ইংগিত দিয়ে মালদ্বীপ পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ দ্ব্যর্থহীনভাবে চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সইয়ের সম্ভাবনা বাতিল করে দিয়েছেন।
নাশিদের মতে চীনের দেয়া উন্নয়ন সহায়তা ঋণ ফাঁদ ছাড়া আর কিছু নয়।
নাশিদ এখন ভারত সফরে রয়েছেন। সেখানে তিনি বলেন, চীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়েও বেশি ভূমি দখল করেছে চীন। তারা আমাদের কোন উন্নয়ন সহায়তা দিচ্ছে না। এটা একটি ঋণ ফাঁদ।
বেশ কয়েক বছর স্বেচ্ছা নির্বাসনে কাটিয়ে গতবছর এপ্রিলে দেশে ফিরেন নাশিদ।
ক্ষমতাসীন মালদিভিয়ান ডেমক্রেটিক পার্টির এমপি নাশিদ জোর দিয়ে বলেন, আমরা চীনের সঙ্গে এফটিএ নিয়ে এগিয়ে যাবো না। এই চুক্তি পার্লামেন্টে পাস হবে না। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ইয়ামিন ২০১৭ সালের ডিসেম্বরে চীন সফরের সময় এই চুক্তি সই করেন। পরে মালদ্বীপের পার্লামেন্টে বিরোধী দলের আপত্তির মুখে চুক্তিটি অনুমোদিত হয়। কিন্তু পার্লামেন্ট এ ব্যাপারে এখনো কোন আইন পাস করেনি।