আমরা লাইভে English বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে নতুন অভিযোগ

DIGEST-ENG-15-08-2020-Maldives

মালদ্বীপের কারারুদ্ধ সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের বিরুদ্ধে আনা নতুন অভিযোগের বিচার রোববার (১৬ আগস্ট) শুরু হচ্ছে।

সরকারি কৌসুলী তার বিরুদ্ধে ঘুষ ও মানিলন্ডারিংয়ের নতুন দুটি অভিযোগ এনেছেন। আর. ফুসিধিগ্গারু দ্বীপকে রেসর্ট দ্বীপ হিসেবে উন্নয়নের জন্য লিজ দেয়ায় তার বিরদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

নতুন অভিযোগে বলা হয়েছে ইয়ামিন আহমেদ ক্রিক রিজা নামের একজনের মাধ্যমে ১,১১৭,০০০ ডলার ঘুষ নিয়েছেন। রিজা আরেকটি মানি লন্ডারিং মামলায় অভিযুক্ত। কৌসুলী দাবি করেন যে পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও প্রেসিডেন্ট কমিশনের যৌথ তদন্তের পর ইয়ামিনের বিরুদ্ধে ফৌজদারি আদালতে এই অভিযোগ আনা হয়েছে।

সাবেক প্রেসিডেন্ট ইয়ামিন বর্তমানে মানিলন্ডারিং মামলায় ৫ বছরের কারা ভোগ করছেন।