আমরা লাইভে English সোমবার, মার্চ ২৭, ২০২৩

অং সান সু চির চার বছরের কারাদণ্ড

aung_sung_suu_kyi
ছবি: বিবিসি

বিরুদ্ধমত উস্কে দেওয়া এবং কোভিড বিধিনিষেধ ভঙ্গ করায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। 

সোমবার (৬ ডিসেম্বর) এই রায়ের খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

সু চির বিরুদ্ধে মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে যার মধ্যে প্রথম মামলাটির রায় ঘোষিত হলো। সবগুলো মামলায় দোষী সাব্যস্ত হলে আজীবন কারাগারে থাকতে হতে পারে তাকে। তবে সু চি বরাবরই তার বিরুদ্ধে আনা সব রকম অভিযোগ অস্বীকার করেছেন। 

২০২০ সালের নভেম্বরে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এর হয়ে মিয়ানমারের সাধারণ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করেন সু চি। কিন্ত চলতি বছরের ফেব্রুয়ারিতে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে ৭৬ বছর বয়সী এই নেতাকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী।

সু চির বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে দেশের সর্বময় ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী।

এরপর থেকে দুর্নীতি, দাপ্তরিক গোপনীয়তা আইন ভঙ্গ, বিদ্রোহ উস্কে দেওয়াসহ নানা অপরাধে অভিযুক্ত করে সু চিকে গৃহবন্দী করে রেখেছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে আদালতে হাজির হওয়া ছাড়া সু চিকে আর জনসম্মুখে দেখা যায়নি বললেই চলে।