আমরা লাইভে English শনিবার, এপ্রিল ০১, ২০২৩

মিয়ানমার সফরে চীনের শীর্ষ পররাষ্ট্র কর্মকর্তা

DIGEST-ENG-01-09-2020-Myanmar

চলতি সপ্তাহেই মিয়ানমার সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রবিষয়ক এক শীর্ষ কমর্কতা। ইয়াঙ্গুনে চীনা দূতাবাস সূত্রে এ খবর পাওয়া গেছে।

মনে হচ্ছে ভারত মহাসাগরে প্রবেশের জন্য মিয়ানমারের উত্তরের বৃহৎ প্রতিবেশী তার প্রচেষ্টা জোরদার করেছে।

কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির পিলিটিক্যাল ব্যুরোর সদস্য ও পররাষ্ট্র বিষয়ক কেন্দ্রীয় কমিশনের পরিচালক ইয়াং জেইচি ১ থেকে ৪ সেপ্টেম্বর মিয়ানমার সফর করবেন।

গত জানুয়ারিতে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মিয়ানমার সফরে সঙ্গী ছিলেন তিনি। গত মাসে তিনি সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া সফর করেন। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি’র পরেই তার অবস্থান। জেইচি কোথাও গেলে সুনির্দিষ্ট দায়িত্ব নিয়ে যান বলে কথা আছে।

রাজনৈতিক বিশ্লেষক ড. ইয়ান মায়ো থিয়েন বলেন, পররাষ্ট্র বিষয়ক কমিশনে শি, প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের পর তিনি তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি প্রেসিডেন্ট শির উপদেষ্টা। ফলে তার মিয়ানমার সফর দ্বিপাক্ষিক সম্পর্কে একটি বড় ধরনের পদক্ষেপ হতে যাচ্ছে।

তিনি বলেন, জেইচির সফরের উদ্দেশ্য হতে পারে চীন-মিয়ানমার ইকনমিক করিডোর (সিএমইসি)-এর সহযোগিতা জোরদার করা।

শি তার সফরে দ্বিপাক্ষিক প্রকল্পগুলোর সুনির্দিষ্ট পরিকল্পনা ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছিলেন। তখন দুই পক্ষ ৩৩টি এমওইউ সই করে।

তাই কোভিড-উত্তর সময়ে মিয়ানমারের অর্থনীতিকে এগিয়ে নিতে জেইচির কাছে সুনির্দিষ্ট প্রস্তাব থাকতে পারে বলে ড. থিয়েন মনে করেন।