মুসলিম প্রার্থীকে বাদ দিতে ক্ষমতাসীন এনএলডি’র অস্বীকৃতি

আগামী নভেম্বরের সাধারণ নির্বাচনের প্রার্থী তালিকা থেকে মুসলিম প্রার্থীকে বাদ দিতে অস্বীকৃতি জানিয়েছে মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমক্রেসি (এনএলডি)। মান্দালে অঞ্চলের ৬০০ অধিবাসী ও বৌদ্ধভিক্ষুর আপত্তি উপেক্ষা করে এনএলডি তার সিদ্ধান্ত জানায়।
মান্দালে অঞ্চলের সিংতাইং টাউনশিপ থেকে পার্লামেন্টের নিম্নকক্ষের আসনে দাও উইন মিয়া মিয়াকে প্রার্থী করেছে এনএলডি। তিনি হাতে গোনা কয়েকজন মুসলিম প্রার্থীর একজন।
অধিবাসী ও ভিক্ষুদের লেখা এক পত্রে বলা হয় প্রার্থী মুসলিম হওয়া যথাযথ নয়, সে সিংতাইং টাউনশিপের অধিবাসী নন বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকও করেনি।
মিয়ানমারে বেশ কয়েক বছর ধরে বৌদ্ধ জাতীয়তাবাদ প্রবল হয়ে উঠছে। পাশাপাশি বাড়ছে মুসলিম বিরোধিতা। মিয়ানমারের বৌদ্ধভিক্ষুরা দাবি করেন মুসলমানরা দেশের ধর্মীয় ভিত্তিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। বিদেশীকে বিয়ে করার জন্য ২০১৫ সালের নির্বাচনে একদল ভিক্ষু প্রকাশ্যে এনএলডি নেত্রী সু চির বিরুদ্ধে প্রচারণা চালায়।
তবে মুসলিম প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ বাতিল করে দিয়েছেন এনএলডি’র ভাইস চেয়ারম্যান ড. জাও মাইন্ত মং।
বৃহস্পতিবার মান্দালে অঞ্চলের পার্লামেন্টে তিনি সাংবাদিকদের বলেন, দলের নীতি অনুযায়ী আমরা সতর্কতার সঙ্গে প্রার্থী বাছাই করেছি। আমরা সমালোচকদের বুঝাতে চাই যে বৌদ্ধ ধর্মের পাশাপাশি আমাদের দেশে অন্য ধর্মের মানুষও রয়েছে। তাই আমরা শুধু তাদেরকে বেছে নিয়েছি যাদের নির্দিষ্ট যোগ্যতা রয়েছে। এটাই আমাদের দলের নীতি।
নভেম্বরের নির্বাচনের জন্য ১,১৩৪ প্রার্থী দাঁড় করাবে এনএলডি।