আমরা লাইভে English মঙ্গলবার, জুন ০৬, ২০২৩

নেপাল কমিউনিস্ট পার্টির নির্বাহী চেয়ারপার্সন দহলের সঙ্গে চীনা দূতের সাক্ষাত

DIGEST-ENG-24-11-2020-Nepal

নেপালে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত হউ ইয়ানকি সে দেশের ক্ষমতাসীন দল নেপাল কমিউনিস্ট পার্টি (এনসিপি)’র নির্বাহী চেয়ারপার্সন পুষ্প কমল দহলের সঙ্গে তার বাসভবনে সোমবার সাক্ষাত করেছেন। 

এমন এক সময় এই সাক্ষাত অনুষ্ঠিত হলো যখন এনসিপি’র দুটি অংশের মধ্যে ক্ষমতার লড়াই তুঙ্গে। এর একটিতে নেতৃত্ব দিচ্ছেন দহল, অন্যটিতে রয়েছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

গত মাসে ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর প্রধান সামন্ত গোয়েল নেপাল সফরে গিয়ে ওলির সঙ্গে একান্তে বৈঠক করার পর থেকে অনেকগুলো ইস্যুতে দলের মধ্যে বিতর্ক চলছে।

অবশ্য দহলের মিডিয়া উপদেষ্টা বিষ্ণু সাপকোটা বলেন, চীনা দূতের সঙ্গে দলের অভ্যন্তরীণ বিরোধ নিয়ে কোন আলোচনা হয়নি।

সাপকোটা জানান, চীনা দূত তাদের সরকারের প্রকাশিত ‘শি জিনপিং: চীনের শাসন ব্যবস্থা’ শীর্ষক বইয়ের তৃতীয় খণ্ড দহলকে উপহার দেন এবং ২০১৩ সালে শি ক্ষমতায় আসার পর থেকে চীনের শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। 

বিলম্ব হলেও চীনা দূত নেপালের উৎসব উপলক্ষে নির্বাহী চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান বলে সাপকোটা উল্লেখ করেছেন। 

তিনি বলেন, চীনা দূত মাত্র ১৫ মিনিটের মতো ছিলেন। দহল ও হউ দুই দেশ ও দুই দেশের দলগুলোর মধ্যে সম্পর্ক আরো জোরদারের বিষয়ে কথা বলেন।

আগামী ২৯ নভেম্বর নেপালে সরকারি সফরে যাচ্ছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্ঘে। তার আগে দহলের সঙ্গে সাক্ষাত করলেন রাষ্ট্রদূত।