আমরা লাইভে English সোমবার, জুন ০৫, ২০২৩

এভারেস্টে প্রাণঘাতি জট তৈরির বছর পেরিয়ে গেলেও নতুন নিরাপত্তা বিধান হয়নি

২০১৯ সাল ছিলো নেপালের জন্য হিমালয় শৃঙ্গে আরোহনের চতুর্থতম প্রাণঘাতি মওসুম। তখন শৃঙ্গে আরোহন করতে গিয়ে ১১ জন প্রাণ হারায়। তখন এ নিয়ে প্রচুর লেখালেখি হয় এবং বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি থাকার কথা সবাই স্বীকার করেন।

পর্বতারোহীদের ভীড়ের কারণে দুর্ঘটনা এড়াতে তখন নেপাল সরকারের পক্ষ থেকে নতুন আইন তৈরির ঘোষণাও দেয়া হয়েছিলো। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্টে বলা হয় যে কাঠমান্ডু সরকার আগামী পর্বতারোহন মওসুম পর্যন্ত এই আইন বিলম্বিত করতে চায়। এই সিদ্ধান্ত অনেক আরোহনকারীকে ক্ষুব্ধ করেছে।

এক সমালোচক এই বিলম্বের জন্য অর্থকে দায়ি করেছেন।

নেপাল পর্বতারোহী সমিতির প্রেসিডেন্ট সন্ত বীর লামা বলেন, একটি স্বাধীন পবর্তারোহী গ্রুপ নতুন নিরাপত্তা বিধানের খসড়া তৈরি করে দিয়েছে। কিন্তু এতে নেপালের আয় কমে যাবে বিধায় বিধানটি কার্যকর করা হচ্ছে না।

পর্বতারোহনের পারমিট পেতে ১১,০০০ ডলার ফি দিতে হয়। যার মানে হলো এক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হলে নেপালের আয়ে বড় ধরনের টান পড়বে।