আমরা লাইভে English বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে সার্ক মন্ত্রী পরিষদের ভার্চুয়াল বৈঠক

DIGEST-ENG-29-08-2020-Nepal

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সাইডলাইনে নেপাল দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মন্ত্রী পরিষদের বৈঠক আয়োজন করবে। করোনা মহামারীর কারণে বৈঠকটি হবে ভার্চুয়াল।

আট-জাতি সার্কের বর্তমান চেয়ারম্যান নেপাল এই বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

সরকারের মুখপাত্র যুবরাজ খাতিওয়াদা জানান, সার্ক মন্ত্রী পরিষদের বৈঠক আয়োজনের জন্য পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গিওয়ালীর নেতৃত্বে চার সদস্যের প্যানেল গঠন করা হয়েছে।  

প্রতিবছর এই বৈঠক সাধারণত নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে অনুষ্ঠিত হয়। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত সার্কের অগ্রতি হয়েছে সামান্যই। এর জন্য মূলত ভারত ও পাকিস্তানের মধ্যে শত্রুতা দায়ি। 

তবে সার্ক চাঙ্গা কারা বা শিগগিরই সার্ক শীর্ষ সম্মেলন আয়োজনের ক্ষেত্রে এই ভার্চুয়াল বৈঠকের তেমন কোন প্রভাব পড়বে না বলে এ বিষয়ে অবগত মহল মনে করেন।

২০১৬ সাল থেকে ভারতের অনাগ্রহে সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠান বন্ধ রয়েছে। পাকিস্তান আন্ত:সীমান্ত সন্ত্রাসে মদত দিচ্ছে এই অভিযোগে তারা সম্মেলন বয়কট করছে। অন্যদিকে, পাকিস্তান বারবার এই অভিযোগ অস্বীকার করে সার্ক প্রক্রিয়াকে জিম্মি করে রাখার জন্য ভারতকে দায়ি করছে।