নেপালের অর্থমন্ত্রী খাতিওয়াদার ইস্তফা

নেপালে অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন যুবরাজ খাতিওয়াদা। তিনি একই সঙ্গে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে তিনি ইস্তফাপত্র দেন বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কাছে ইস্তফাপত্র জমা দেয়ার আগে দফতর থেকে বিদায় নেন খাতিওয়াদা। বিদায়ী বক্তব্যে বলেন যে দেশের সঙ্গটকালে তিনি একটি অর্থনীতির একটি মজবুত ভিত্তি তৈরিতে সক্ষম হন। তিনি তার আড়াই বছরের দায়িত্বপালনকালে দেশের রাজস্ব আদায় পরিস্থিতিরও ব্যাপক উন্নতি হয়।
খাতিওয়াদা জাতীয় পরিষদের সদস্য নন। তবে প্রধানমন্ত্রী তাকে জাতীয় পরিষদের সদস্য করে অর্থমন্ত্রী পদে রেখে দিতে চেয়েছিলেন। কিন্তু নিজ দলে প্রতিদ্বন্দ্বীদের দাবির মুখে তিনি ইস্তফা মেনে নিতে বাধ্য হন বলে জানা গেছে। এনসিপি’র ভাইস চেয়ারম্যান বাম দেব গৌতম এ পদে আগ্রহী। অবশ্য প্রধানমন্ত্রী কাকে নিয়োগ দেন তা এখনো স্পষ্ট নয়।
ছয় মাস আগেই জাতীয় পরিষদ সদস্য হিসেবে খাতিওয়াদার মেয়াদ শেষ হয়। গত শুক্রবার এই পদে নিয়োগের জন্য গৌতমের নাম প্রেসিডেন্টের কাছে পাঠানের প্রস্তাব করে নেপালের মন্ত্রিসভা।