আমরা লাইভে English বুধবার, জুন ০৭, ২০২৩

পাকিস্তানে বিলাসী পণ্য আমদানি নিষিদ্ধ

664351_165

ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটের মধ্যে পাকিস্তান সরকার সব ধরনের বিলাসী পণ্য এবং অত্যাবশ্যক নয়- এমন সবকিছু আমদানি নিষিদ্ধ করেছে। তারা আশা করছে, এতে মাসে ছয় বিলিয়ন ডলার রক্ষা পাবে।

পাকিস্তান মুসলিম লিগ-এনের নেতৃত্বাধীন সরকার বৃহস্পতিবার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেন, ফেডারেল সরকার বিলাসসামগ্রী এবং অত্যাবশ্যক নয়, এমন পণ্য আমদানির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা জারি করেছে।

তিনি বলেন, এখন জরুরি পরিস্থিতি চলছে। পাকিস্তানিদের অর্থনৈতিক পরিকল্পনার আলোকে আত্মত্যাগ করতে হবে। এতে বৈদেশিক রিজার্ভের ওপর দ্রুত প্রভাব ফেলবে। নিষেধাজ্ঞার ফলে মাসে ছয় বিলিয়ন ডলার রক্ষা পাবে।

মরিয়ম আওরঙ্গজেব বলেন, সরকার আমদানি হ্রাস করার দিকে নজর দিয়েছে। এ কারণে রফতানিমুখী নীতি গ্রহণ করেছে। এটা স্থানীয় শিল্প ও উৎপাদনকারীদের সহায়তা করবে।

তথ্যমন্ত্রী বলেন, অর্থনীতি স্থিতিশীল করতে শাহবাজ শরিফ দিনরাত কাজ করছেন।

তিনি বলেন, যেসব পণ্য আমদানি করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে সাজসজ্জার আইটেম, বিলাসবহুল গাড়ি।