নতুন বছরে আত্মতুষ্টি পরিহার করতে হবে পাকিস্তানিদের

২০২০ সালটি ছিল বিশ্বব্যাপী ব্যক্তি ও সরকারের কাছে সর্বোচ্চ দাবি জানানোর বছর। এক্ষেত্রে ভারতসহ প্রতিবেশীদের তুলনায় অনেক ভালো করেছে পাকিস্তান। বিপুল সংখ্যক দিনমজুরের দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান প্রমাণ করেছেন যে অন্যান্য দেশের কঠিন-লকডাউন আত্মঘাতি হবে, মানুষ তখন করোনাভাইরাসের চেয়ে বেশি না খেয়ে মারা যাবে। দারিদ্রের বিরুদ্ধে এবং গরিব মানুষকে সাহায্য করার জন্য তার বেশিরভাগ কর্মসূচি কার্যকর প্রমাণিত হয়েছে।
তবে যাদের জন্য এই অর্থ ও অন্যান্য সহায়তা তাদের সবার কাছে তা পৌছেনি। করোনার কারণে যেসব কাঠামোগত সমস্যা তীব্র হয়েছে সেগুলো মোকাবেলা করতে হবে যখন এই সঙ্কট কেটে যাবে। তাই ২০২১ সালে পাকিস্তানকে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে হবে।
২০২০ সালের দ্বিতীয়ার্ধে পণ্যমূল্য ব্যাপক বেড়ে গেছে। তৈরি পণ্যের দাম সারা বিশ্বেই বেড়েছে। কঠোর ব্যবস্থা না নেয়া গেলে সুযোগ সন্ধানীরা পরিস্থিতির সুযোগ নেবে। এখন পণ্যের দাম আসলের চেয়ে অনেক বেশি। মানুষের ধৈর্য্য কমে যাচ্ছে। এটা এখন রাজনৈতিক ব্রেকিং পয়েন্টে এসে দাঁড়িয়েছে। অনেক জায়গায় খাদ্য দ্রব্যের দাম নিয়ে কৃত্রিম ভীতি তৈরি করা হচ্ছে।
বিচার বিভাগকে শুধু কথা না বলে আইনের চেতনা বাস্তবায়ন করতে হবে। ডেনিয়েল পার্লের খুনিকে মুক্তি দেয়ার মতো সিদ্ধান্ত নিয়ে বিচার বিভাগ তার বিশ্বাসযোগ্যতা খর্ব করেছে। সিন্ধু প্রদেশের বেসামরিক প্রশাসনে এখনো অনেক ধরিবাজ গুরুত্বপূর্ণ পদ দখল করে আছে। এরা ইচ্ছা মতো জনগণের সম্পদ লুট করছে। এদেরকে সরকারি অফিসে থাকতে দেয়া প্রশাসনের জন্য বিপর্যয় হবে।
(বিস্তারিত আসছে)