আমরা লাইভে English মঙ্গলবার, জুন ০৬, ২০২৩

ইসলামোফোবিয়া, নব্য-নাজিবাদ প্রতিহত করার আহ্বান পাকিস্তানের

DIGEST-ENG-11-11-2020-Pak

পাকিস্তান মঙ্গলবার সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর প্রতি বিশ্বব্যাপী ইসলামোফোবিয়া ও নব্য-নাজিবাদের উত্থান সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছে। 

এসসিও’র রাষ্ট্রপ্রধানদের ২০তম সম্মেলনে অংশ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমাদেরকে নব্য-নাজিবাদ ও ইসলামোফোবিয়ার মতো বর্ণবাদি আদর্শসহ সব ধরনের চরমপন্থা ও জনভীতি সৃষ্টির আদর্শের বিরোধিতা করতে হবে। আমরা আন্ত:ধর্মীয় বিশ্বাস গড়ে তোলা ও বিভিন্ন সংস্কৃতির মধ্যে মেলবন্ধন সৃষ্টির আহ্বান জানাই।

অনলাইনে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সাম্প্রতিক ইসলাম-বিরোধি মন্তব্য এবং সেদেশে নবী মোহাম্মদ (স.)-কে নিয়ে অপরাধমূলক কার্টুন পুন:প্রকাশের বিষয়টি তুলে ধরে খান বলেন, বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে উষ্কানি ও ঘৃণা উষ্কে দেয়া সারা বিশ্বে নিষিদ্ধ করতে হবে।

তিনি বলেন, আমরা সব ধর্ম ও বিশ্বাসের প্রতি পারস্পরিক সম্মান প্রদর্শনের আহ্বান জানাবো এবং আমাদেরকে ভ্রাতৃত্ব ও শান্তির সংস্কৃতির বিস্তার ঘটাতে হবে। শুধু নিজ ধর্মই নয় এর বাইরেও এটা করতে হবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর বিশ্বস্ত বাস্তবায়নের আহ্বান জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিতর্কিত ভূখণ্ডগুলোর মর্যাদা একতরফা পরিবর্তনের যেকোন চেষ্টার নিন্দা ও দৃঢ়ভাবে বিরোধিতা করার আহ্বান জানান।

তার এই মন্তব্য মূলত ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের মর্যাদা পরিবর্তনের সিদ্ধান্তের প্রতি ইংগিত করে।

বিতর্কিত ভূখণ্ডে অবৈধ দখলদারিত্বের আওতায় থাকা জনগণের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ পরিচালনাকারীদের নিন্দা জানানো এবং অপরাধীদের জবাবদিহি করারও আহ্বান জানান তিনি।