আমরা লাইভে English সোমবার, মার্চ ২৭, ২০২৩

ইরানের বন্দরে পাকিস্তানের নৌবহর

321ce113cd38290aaeb4f7a887eda0d2-61acf0c9bca74

ইরানের বন্দর আব্বাসে পৌঁছেছে পাকিস্তানের একটি নৌবহর। এই বহরে তিনটি যুদ্ধজাহাজ রয়েছে। চার দিনের সফরে রবিবার সকালে নৌবহরটি বন্দর আব্বাসে নোঙ্গর করে। এ সময় এটিকে স্বাগত জানান ইরানের ফার্স্ট নেভাল ডিস্ট্রিক্টের কমান্ডার।

তেহরান ও ইসলামাবাদের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে নৌবহরটি ইরানের বন্দরে ভিড়েছে। ২০২১ সালে এ নিয়ে দুই দফা পাকিস্তানের নৌবহর ইরান সফর করলো।

ইরানি নৌবাহিনীর ফার্স্ট ডিস্ট্রিক্টের ডেপুটি কমান্ডার ক্যাপ্টেন কাদের ওয়াজিফে বলেন, দুই দেশের নৌবাহিনীর সফর বিনিময় উভয় দেশের কৌশলগত সম্পর্ককে আরো গভীর করে তুলবে। দুই দেশের মধ্যে এমন সফর বিনিময় অব্যাহত থাকবে।

তিনি বলেন, ইরান ও পাকিস্তানের নৌবাহিনীর এ ধরনের সফরের মাধ্যমে এ বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে, আঞ্চলিক দেশগুলো বিশেষ করে বন্ধুত্বপূর্ণ, ভ্রাতৃসুলভ ও মুসলিম দেশগুলো তাদের নিজেদের অঞ্চলকে নিজেরা সামলে রাখতে সক্ষম। ফলে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর এবং ওমান সাগরে বিদেশি সেনা উপস্থিতির কোন প্রয়োজন নেই। সূত্র: পার্সট টুডে।