যে কারণে ট্রুডোর ভূয়সী প্রশংসা করলেন ইমরান খান

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
দেশটি থেকে ইসলামবিদ্বেষ দূর করতে পদক্ষেপ গ্রহণ করায় ট্রুডোকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। খবর আনাদোলুর ও দ্যা নিউজের।
ইমরান খান বলেন, দ্ব্যর্থহীনভাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যেভাবে তার দেশ থেকে ইসলামবিদ্বেষ দূর করার ঘোষণা দিয়েছেন, তা বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।
রোববার এক বিবৃতিতে ট্রুডোর ওই প্রশংসা করেন ইমরান খান। বিবৃতিতে তিনি বলেন, বিশ্ব থেকে ক্রমবর্ধমান ইসলামভীতি ও বিদ্বেষ দূর করতে ট্রুডোর পদক্ষেপ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
জাস্টিন ট্রুডো শনিবার এক বিবৃতিতে বলেন, কানাডায় ইসলামবিদ্বেষীদের কোনো স্থান নেই। এখানে মুসলিমদের জীবনের নিরাপত্তার জন্য যা করার দরকার তার সবই করবে কানাডার সরকার। মুসলমানদের জন্য কানাডা হবে নিরাপদ স্থান।
ইসলামভীতি দূর করতে বিশেষ প্রতিনিধি নিয়োগের ঘোষণা দিয়েছে কানাডার সরকার। দেশটি থেকে ইসলামবিদ্বেষ ও ভীতি দূর করতে এ পদক্ষেপ নিয়েছে জাস্টিন ট্রুডোর সরকার।
কানাডার কুইবেকে ২০১৭ সালে স্থানীয় মসজিদে ভয়াবহ হামলার ৫ বছর পর দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
মসজিদে ওই সন্ত্রাসী হামলায় ৫ মুসল্লি নিহত এবং আহত হয়েছিলেন কমপক্ষে ১৯ জন।
কানাডার মতো ইউরোপ-আমেরিকায়ও মুসলিমদের প্রতি অবিশ্বাস, ভয় ও ঘৃণার তৈরি করছে একটি উগ্রগোষ্ঠী।
এই পরিস্থিতি দূর করতে নতুন পদক্ষেপ নিয়েছেন কানাডার জাস্টিন ট্রুডো নেতৃত্বাধীন সরকার।
গত বৃহস্পতিবার কানাডার 'হাউস অফ কমন্স' দেশটি থেকে এই ইসলামভীতি দমন করতে ওই প্রস্তাব আনে ট্রুডো সরকার।
সেখানে সর্বসম্মতিক্রমে তা পাস হয়েছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, মুসলিমদের প্রতি দেশে ক্রমবর্ধমান ঘৃণা ও ভয়ের পরিবেশকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে। এ ছাড়া ধর্মের ভিত্তিতে ভেদাভেদ থামাতে হবে।
পরিপ্রেক্ষিতেই দেশটির সরকার ইসলামভীতি দূর করতে শনিবার একজন বিশেষ প্রতিনিধি নিয়োগের ঘোষণা দিয়েছে।