পাকিস্তান বিমানবাহিনীর রিফুয়েলিং এয়ারক্রাফট মেরামত করবে ইউক্রেন

ইউক্রেনের কোম্পানি ইউক্রস্পেসএক্সপোর্ট পাকিস্তান বিমান বাহিনীর আইএল-৭৮ পুনঃজ্বালানি বিমান মেরামতের কয়েক মিলিয়ন ডলারের কাজটি পেয়েছে। এ ব্যাপারে দুই পক্ষ একটি চুক্তি সই করেছে বলে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে।
এছাড়া এই চুক্তির কাজ সম্পূর্ণ হওয়ার পর পাকিস্তান নতুন প্যাকেজের আওতায় তার বিমান বাহিনীর আরো দুটি পুনঃজ্বালানি বিমান মেরামতের কাজ ওই কোম্পানিকে দিতে পারে বলে জানা গেছে।
গত মার্চে ইউক্রেন বিমান বাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল সার্গেই ড্রজদভ পাকিস্তান সফর করেন। দুই দেশের সম্পর্ক প্রতিষ্ঠায় এই সফরটি ছিল খুবই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুনঃ তুর্কি শিপইয়ার্ডে পাকিস্তান নৌবাহিনীর করভেট নির্মাণ শুরু
এই চুক্তির ফলে ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প বিকশিত হওয়ার সুযোগ পাবে। তারা আরো ভালোভাবে প্রতিরক্ষা বাজারে প্রবেশের সুযোগ পাবে।
আইএল-৭৮ বিমান আকাশে সামরিক বিমানের জ্বালানি সরবরাহ করার কাজ সামাল দেয়। এটি সামরিক পরিবহন বিমান হিসেবেও কাজ করে।
পাকিস্তান ও ইউক্রেন প্রতিরক্ষা খাতে ঘনিষ্ঠভাবে কাজ করছে। পাকিস্তান ট্যাঙ্কও কিনছে ইউক্রেনের কাছ থেকে। নতুন চুক্তিটি পাকিস্তান ও ইউক্রেনের মধ্যকার সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করবে।